শিরোনাম
◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও)

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০৫ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৪ জনের একটি চক্র দেশে দুরভিসন্ধিমূলক পরিকল্পনায় লিপ্ত রয়েছে: সাংবাদিক জুলকারনাইন সায়ের

একটি চক্র বাংলাদেশের মূল ধারার কোনো রাজনৈতিক দল যেনো রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে অত্যন্ত দুরভিসন্ধিমূলক পরিকল্পনায় লিপ্ত রয়েছে বলে জানিয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান।

পোস্টে তিনি জানান, ১৪ জনের (মূল নেতৃত্ব) একটি চক্র বাংলাদেশে বিএনপি, জামায়াত, বাম-ডান, আওয়ামী লীগসহ কোন মূল ধারার রাজনৈতিক দল যেন কিছুতেই সহসা নির্বাচনের মাধ্যমে দেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে অত্যন্ত দুরভিসন্ধিমূলক পরিকল্পনায় লিপ্ত আছে। বিভিন্ন কর্মকাণ্ডের মাধ‍্যমে এই চক্র বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করে রাষ্ট্র ক্ষমতার শীর্ষে আরোহণের স্বপ্ন দেখছে। তাদের এই স্বপ্ন বাস্তবায়নের পথে মূল বাঁধা বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

জুলকারনাইন সায়ের জানান, একই গোষ্ঠি প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াতে ইসলামীকেও বেকায়দায় ফেলতে অত‍ি-তৎপর, বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকার যেন সহসা সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করতে না পারে সেই লক্ষ‍্যে এরা অগ্রসর হচ্ছে। জামায়াতকে বাজেভাবে উপস্থাপন করতে এরা বিভিন্ন গোষ্ঠিকে ব‍্যবহার করছে। দাঁড়িটুপি পড়লেই যে কেউ জামায়াত সংশ্লিষ্ট আপনাদের এই ধারনা বাদ দেওয়া সে কারণেই বেশ জরুরি।

তিনি আরও জানান, বিএনপির আভ্যন্তরীণ কিছু সমস‍্যার সুযোগটাও একে শতভাগ ব‍্যবহার করছে। আর দেশের পরিস্থিতি উত্তপ্ত করতে প্রতিনিয়ত এরা বিশেষ একটা গোষ্ঠীকে মাঠে নামিয়ে অহেতুক মব সৃষ্টি করছে।

সবশেষে তিনি জানান, যথাসময়ে আপনারা এদের নাম, বিস্তারিত এবং মূল উদ্দেশ‍্য জেনে যাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়