শিরোনাম
◈ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা ◈ কেউ কেউ বলছেন আমরা সংবিধান পরিবর্তন করে ফেলবো, আপনারা কারা? : মির্জা ফখরুল ◈ টাকা থেকে বাদ পড়ছে বঙ্গবন্ধুর ছবি, নতুন ডিজাইনের টাকা বাজারে আসছে যেদিন ◈ ইংল্যান্ডের ৪০০ টেস্ট জয়ের মাইলফল  ◈ অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত, হারলো ১০ উইকেটে ◈ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাই না, শান্তিরক্ষা বাহিনী পাঠানোর যে ব্যাখা দিলেন(ভিডিও) ◈ আমাজনের অবৈধ খনিতে স্বর্ণের বিনিময়ে বিক্রি হয় যৌনতা (ভিডিও) ◈ বাশার আল-আসাদের পতনের কারণ জানালেন ডোনাল্ড ট্রাম্প ◈ ভারতে ব্যাংক ম্যানেজারের সঙ্গে গ্রাহকের মারামারি ভাইরাল ভিডিও ◈ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বহনকারী বিমান বিধ্বস্ত নিয়ে যা বলছে রয়টার্স-বিবিসি

প্রকাশিত : ১৬ মে, ২০২৪, ১২:০৮ রাত
আপডেট : ১৬ মে, ২০২৪, ১২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একজন রিকশাওয়ালা কি দেশকে সার্ভ করে না? 

আমিনুল ইসলাম

আমিনুল ইসলাম: আমার বাবা আর্মি অফিসার ছিলেন। সারাজীবন দেশকে সার্ভ করেছেন। বলার ধরনটা দেখেছেন? বলছি আপনাদের প্রিয় ফুড বয়ের কথা। বাবার পক্ষে সাফাই গাইতে গিয়ে এমনভাবে কথা বলছিল, আমার মনে হচ্ছিল একসময় আমারা পড়তাম চোরের মায়ের বড় গলা। এখন মনে হয় পড়তে হবে চোরের ছেলের বড় গলা। এই একই কথা তো বিনয়ের সাথে মাথা নিচু করেও বলা যায়। বাবা টাকা চুরি (পড়ুন ডাকাতি) করেছে। আর তুমি ভিডিওতে এসে মাথা উঁচু করে বলছো আমার বাবা আর্মি অফিসার ছিল। সারা জীবন দেশকে সার্ভ করেছেন। বাবা আর্মি অফিসার থাকলে এত ভাব নিতে হবে কেন? 

একজন রিকশাওয়ালা কি দেশকে সার্ভ করে না? একজন কেরানী কি দেশকে সার্ভ করে না? রিকশাওয়ালা কিংবা কেরানী যদি চুরি বা ডাকাতি করে। তখন তাঁদের ছেলে কি এভাবে মাথা উঁচু করে বলতে পারবে? দেশটা হয়ে গিয়েছে বড়োলোক আর ক্ষমতাবানদের। বাপ চুরি করেছে। সেই চুরির পক্ষে সাফাই গাইবারও এই দেশে লাখ লাখ লোক পাওয়া যাচ্ছে। অথচ সোজা বলা যেত বাবা ভুল করেছেন। সেই ভুলের জন্য আমাকে তো দায়ী করা যায় না। বাবার অন্যায়টা মেনে নিলেই তো হতো। এরাই এই দেশের আদর্শ। এদেরকেই এই দেশ সেলিব্রেট করে।  লাখ লাখ মানুষ এদের মতো হতে চায়। ১৫-৫-২৪। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়