শিরোনাম
◈ অর্থনৈতিক সংকটে সিংহভাগ মানুষ কোরবানি দিতে পারেনি: জিএম কাদের ◈ সুপার এইটে স্থান, ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ ফিলিস্তিনসহ সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ◈ শাসকগোষ্ঠী উল্লাসের ঈদ করছে আর বিএনপি নেতাকর্মীদের বাসায় চলছে শোকের মাতম: রিজভী  ◈ কারাগারে গরু ও খাসি কোরবানি, বন্দিদের বিশেষ বিনোদনের ব্যবস্থা ◈ দেশবাসীকে ভয়ভীতি কোরবানি দেওয়ার আহ্বান মির্জা আব্বাসের ◈ পশু কোরবানির দিক থেকে বাংলাদেশ প্রথমে রয়েছে ◈ এবারের ঈদ দেশের মানুষের কাছে একটা কষ্টের দিন: মির্জা ফখরুল ◈ ঈদুল আজহা উপলক্ষে সকল বীর মুক্তিযোদ্ধাদের অভিনন্দন প্রধানমন্ত্রীর ◈ চীনে শীততাপ নিয়ন্ত্রিত ট্রাকে শ্বাসরোধে ৮ জনের মৃত্যু

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৪, ০৬:৫৪ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৪, ০৬:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বই দিবস : বই আমার অক্সিজেন

মিরাজুল ইসলাম

মিরাজুল ইসলাম: এই ইহকালে হাজার খানেক বই এবং অর্ধ শতাধিক নামি-অনামি ড্রয়িং-পেইন্টিং ছাড়া আমার তেমন কোনো ব্যাংক-ব্যালেন্স কিংবা স্থাবর-অস্থাবর জমানো সম্পত্তি নেই। আপাতত বইয়ের কথায় আসি। আব্বা রেখে গিয়েছেন কয়েকশত বাংলা সাহিত্যের বই। তার সাথে যুক্ত হয়েছে একগাদা পুরানো সাহিত্য পত্রিকা। আমার জমানায় কিনেছি, জোগাড় করেছি আরো কয়েকশত বাংলা-ইংরেজি নন-ফিকশন বই। কয়েক বছর আগে বিলিয়ে দিয়েছি কলকাতাকেন্দ্রিক এক সময়ের প্রিয় লেখকদের উপন্যাস এবং যাবতীয় গল্পের বইগুলো। 

হুমায়ূন-মিলনের অধিকাংশ বইও পরিচিত স্থানীয় লাইব্রেরীতে দান করে বুক শেল্ফ হাল্কা করেছি। কয়েক বছরে বইমেলায় উপহার পাওয়া বইগুলো এই হিসাবের বাইরে। প্রবাসে আসার আগে পছন্দের প্রয়োজনীয় রেফারেন্স বইগুলো দশটি কার্টনে (প্রতি কার্টনে আনুমানিক ৩০-৪০ টা বই এঁটেছে) রেখে এসেছি। আরো চার/পাঁচ কার্টন সমপরিমান বই বাইরে রাখা আছে। অপেক্ষায় আছি বইগুলোর জন্য। কেবল সাথে করে আনতে পেরেছি মাত্র দুই স্যুটকেস বই এবং প্রিয় বন্ধুদের মাধ্যমে আনিয়েছি আরো দুই স্যুটকেস। মিনেসোটায় পা রাখার পর স্থানীয় লাইব্রেরী সূত্রে বই তেমন কিনতে হয়নি। কেবল রেফারেন্স কিছু নিজের সংগ্রহে রাখার আগ্রহ থেকে গত দুই বছরে কিনেছি আরো গোটা ত্রিশেক বই। বই আমার অক্সিজেন। লেখক ও চিকিৎসক

  • সর্বশেষ
  • জনপ্রিয়