শিরোনাম
◈ মধ্যরাতে গ্রেফতার ব্যারিস্টার সুমন (ভিডিও) ◈ অক্টোবরেও ঊর্ধ্বমুখী  রেমিট্যান্সের গতি ◈ বাতিল হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প  ◈ বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে ◈ ‘আমি কোন দলকে নিষিদ্ধ করার পক্ষে নিই’: (ভিডিও) ◈ ফিল্মি স্টাইলে প্রকাশ্যে গুলি করে ছাত্রলীগ কর্মীকে হত্যা (ভিডিও) ◈ অন্তর্বর্তী সরকারের বৈধতা প্রশ্নে যা বলেছিলেন সুপ্রিম কোর্ট ◈ রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে মশাল মিছিল (ভিডিও) ◈ শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি অসত্য বলেননি: মানবজমিন সম্পাদক (ভিডিও) ◈ দিল্লি থেকে মীরাটের সেনানিবাসে শেখ হাসিনা?

প্রকাশিত : ১৪ জুন, ২০২৪, ০১:১৯ রাত
আপডেট : ১৪ জুন, ২০২৪, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আপনারা হালাল মুরগি, হালাল সাবান খোঁজেন, কিন্তু হারামের টাকা কীভাবে বেমালুম হজম করে ফেলেন?

শিশির ভট্টাচার্য্য

শিশির ভট্টাচার্য্য: ইসলাম ধর্মের যে একটা বিষয় আমার ভালো লাগে, কিন্তু বেশির ভাগ মুমীন যার খুব একটা ধার ধারে না, সেই বিষয়টি ‘তাকওয়া’। আমাদের দেশে এর অর্থ করা হয়  ‘খোদাভীতি’। এক আরবকে জিগ্যেস করেছিলাম, শব্দটির অর্থ কী। আরব বলেছিল, খোদাকে ভয় করার কী আছে? তিনি তো বন্ধুর মতো। মনে করো, আরব বলতে থাকে, খোদা তাঁর এক বন্ধুকে খুবই বিশ্বাস করেন এবং  ভালোবাসেন। এখন বন্ধুটি যদি ওনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তবে বন্ধুর প্রতি  তিনি প্রথম যে দৃষ্টিপাতটি করবেন তাতে অবশ্যই থাকবে বিস্ময়ান্বিত ঘৃণা: ‘তুই, তোকে আমি এতো ভালোবাসি, বিশ্বাস করি, তুই শেষ পর্যন্ত এমন নীচ কাজ করলি রে!’ এই ঘৃণার দৃষ্টিতে আল্লাহ যেন তার প্রিয় মানুষের দিকে না তাকান, সেই ভয়টাই ‘তাকওয়া’। কী চমৎকার একটা আইডিয়া।

আলহাজ্জ্ব ডক্টর, শুদ্ধাচারী বেনজীরদের  মতো লোকেরা তাকওয়ার পরোয়া করে না, বুঝলাম, কিন্তু নিজের তিন মেয়ে এবং স্ত্রীর দিকে তিনি কি স্বাভাবিকভাবে তাকাতে পারেন? তারাইবা কেমন দৃষ্টিতে পিতাটি বা স্বামীখানার দিকে তাকান? প্রশ্নটা আমি বাংলাদেশের সর্বস্তরের তথাকথিত মুমীন দুর্নীতিবাজদের কাছে রাখলাম। আপনারা হালাল মুরগি, হালাল সাবান খোঁজেন, কিন্তু হারামের টাকা কীভাবে বেমালুম হজম করে ফেলেন, এটা আমার কাছে একটা বিস্ময়। এর একটাই উপসংহার টানা যায়: বেনজীররা এবং আপনারা নিশ্চিত, মহান তিনি এবং তেনার নামে চলা সব ধর্মের সব গ্রন্থ ভুয়া, বাকোয়াস। তা যদি না হয়, তবে এত শত চার নম্বরী করা কীভাবে মুমীনের পক্ষে সম্ভব? ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়