আহসান হাবিব: [১] প্রেমিক-প্রেমিকার মধ্যে কে কাকে বেশি ভালোবাসে বুঝবেন কী করে? সহজ। যে বেশি বেশি উপহার দেয়। যে বেশি ফোন দেয়, যে বেশি রাত জাগে, অপেক্ষা করে, দেখা করা এবং কথা বলার জন্য যে পাগল হয়ে ওঠে। যে নিজের মানিব্যাগকে তার মনে করে। মেসেজের উত্তর দেয় দ্রুত। যে আর একটু থাকতে বলে। যে আগে হাত ধরে, যে তার দিকে তাকিয়ে থাকে, যে তার সবকিছুকে প্রশংসা করে। যে কারণে অকারণে কাঁদে।
[২] প্রেম কে নিয়ন্ত্রণ করে? যে কম ভালোবাসে। কম ভালোবাসে বুঝবেন কী করে? যে বেশি ভালোবাসে সে যা করে, যে কম ভালোবাসে, সে ঠিক তার উল্টাটি করে। বেশি ভালোবাসার বৈশিষ্ট্যগুলি আগেই বললাম। [৩] তার মানে পৃথিবীতে সমান বলে কিছু নেই, হয় না, এমনকি প্রেম। লেখক: ঔপন্যাসিক