শিরোনাম
◈ ছাত্রশিবির, গোপন রাজনীতি ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ◈ আটালান্টা ফায়া‌রে যুক্তরা‌ষ্ট্রের মাইনর ক্রিকেট লিগ খেলবেন সাকিব আল হাসান ◈ আলাস্কায় ট্রাম্প–পুতিন বৈঠক শুরু, তিন বছরের রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধের অবসান কি আসন্ন? ◈ বর্তমান সংবিধানের ভিত্তিতে নির্বাচন হলে এনসিপি অংশ নিবে না: হান্নান মাসউদ ◈ মার্কিন পাল্টা শুল্কে চীনের হারানো বাজার দখলে নতুন উত্থানে বাংলাদেশের তৈরি পোশাক খাত ◈ জুলাই সনদ’কে সর্বোচ্চ আইনি মর্যাদা দিতে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি চাইছে ঐকমত্য কমিশন ◈ দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২ ◈ কেন সামরিক ঘাঁটিতে বৈঠকে বসছেন ট্রাম্প ও পুতিন ◈ মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে ◈ ইউক্রেন নিয়ে আলোচনা করতে আসিনি, পুতিনের সঙ্গে বৈঠকের আগে বললেন ট্রাম্প

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৪, ১২:২২ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৪, ১২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্নীতিই দুর্নীতির উৎস হয়ে যাচ্ছে

ড. মোহাম্মদ আবদুল মজিদ

ড. মোহাম্মদ আবদুল মজিদ: শিক্ষার দারুণ অবনতি ঘটেছে। বিশ্ববিদ্যালয়গুলোতে রীতিমতো পড়াশোনা ছাড়াই সার্টিফিকেট দেওয়া হচ্ছে। প্রচুর লোক পড়াশোনা করছে। কিন্তু চাকরি নেই। বলা হচ্ছে, বর্তমানে প্রায় ২০ ভাগ যুবক বেকার। এটি খুব দুঃখজনক। একইসঙ্গে গুরুত্বপূর্ণ। আমরা এখন একটি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যুগে বাস করছি। এটি সাধারণত ৩৫-৪০ বছর থাকে, যার প্রায় অর্ধেকের বেশি চলে গেছে। এক্ষেত্রে যে আমায় ডিভিডেন্ড দিতে পারতো সে যদি ডিজেস্টারে পরিণত হয় তাহলে সেটি খুব উদ্বেগের কারণ। এখানে সমস্যা হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং বিধেয়’র ভেতরে যে ধরনের সামঞ্জস্যতার দরকার ছিলো, সেটি আসলে ঠিকমতো নেই। 

আমাদের কনস্টিটিউশনের ২০ এর ২ ধারায় আছে, রাষ্ট্র নিশ্চিত করবে কেউ যেন তার অনুপার্জিত আয় ভোগ করতে না পারে। বৈষম্য প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে। এটি বেড়ে এক জায়গায় থেমে থাকছে না। কারণ বৈষম্য তৈরি যে করছে সে অন্যদের উঠতে দিচ্ছে না। আমি দেখতে পাচ্ছি, দুর্নীতিই দুর্নীতির উৎস হয়ে যাচ্ছে। আমাদের দেশের একজন সংসদ সদস্য বলছেন, তার এক কোটি টাকা খরচ হয়েছে নির্বাচন করতে এবং এখন তিনি সেই টাকা তুলবেন। অন্যদিকে ভারতের রাজ্যের এক অর্থমন্ত্রী বলছেন, তিনি ভোটে দাঁড়াবেন না। কারণ তার কাছে টাকা নেই। এতোবড় রাজ্যের অর্থমন্ত্রী বলেছেন যে, তিনি টাকার জন্য নির্বাচনে দাঁড়াতে পারবেন না, আর এখানে ৫০ হাজার টাকা করে দিয়ে ফর্ম কিনেছে, যা দিয়ে একটি রাজনৈতিক দল ১৬ কোটি টাকা আয় করেছে। 

তার মানে কিছু লোকের কাছে টাকা থাকাতে এবং এর চলাচল দেখে মনে হচ্ছে যেন আমাদের অর্থনীতি অত্যন্ত ভাইব্রান্ট অবস্থায় আছে। দশ-বিশ বছর আগেও অনেক রাজনৈতিক নেতাকে দুর্নীতি কেন করছেন জিজ্ঞেস করা হলে উল্টো প্রশ্ন করতেন কেন করবো না? তারা কোনো না কোনো লজিক দাঁড় করিয়ে দিতেন। অর্থাৎ পলিটিক্স একধরনের ইনভেস্টমেন্টের মতো হয়ে গেছে। এই ব্যাপারটি যখন অন্য সকলকে টাচ করে, সেটি খুব ক্ষতিকর। নিয়ন্ত্রণ সংস্থা যদি ওভার পাওয়ারড হয়ে যায় অন্যের দ্বারা, তাহলে সেখানে সমস্যা একের পর এক তৈরি হতেই থাকবে। পরিসংখ্যান গুলোর তথ্যের ভেতরেও কিছুটা হয়তো ভুল থাকতে পারে। কিন্তু ইটস ভেরি এলার্মিং। গ্রামের তুলনায় শহরে দারিদ্রতা বেশি বাড়ছে। এটি অন্য ধরনের ইঙ্গিত করে। বর্তমান যোগাযোগ ব্যবস্থা হয়তো আপনাকে দ্রুত করেছে, কিন্তু এই যোগাযোগ ব্যবস্থা একদিক থেকে অন্যদিকের সম্পদের একটি পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। সুতরাং আমি আবারও বলছি, আমাদের উদ্দেশ্য ও বিধেয়’র দিকে তাকাতে হবে। 

পরিচতি: সাবেক চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চ্যানেল আইয়ের  ‘তৃতীয় মাত্রা’ অনুষ্ঠানের ভিডিও কনটেন্ট থেকে শ্রুতিলিখন করেছেন সঞ্জয় চন্দ্র দাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়