মহসীন কবির: ১৫ বছর কনডেম সেলে থাকা দুই আসামি খালাস, একজনের যাবজ্জীবন দিয়েছেন আপিল বিভাগ। খালাসপ্রাপ্ত দুই জন হলেন- রাজশাহীর গোদাগাড়িতে মা মেয়ে হত্যা মামলার আসামী ইসমাইল ও সোনাদি। রায়ে সাজা কমিয়ে যাবজ্জীবন দেয়া হয়েছে মামলার আরেক আসামি তরিকুল ইসলামকে।
বৃহস্পতিবার (২৩ জুন) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ রায় দেয়।
২০০৬ সালে ১০ অক্টোবর রাজশাহীর গোদাগাড়িতে খুন হন মিলিয়ারা খাতুন ও তার কন্যা পারভীন। এ ঘটনায় করা মামলায় ২০০৮ সালে ইসমাইল, সোনাদি ও তরিকুলকে মৃত্যুদণ্ড দেয় নিম্ন আদালত। পরবর্তীতে হাইকোর্ট সে রায় বহাল রাখে। চ্যানেল২৪ ও ডিবিসি টিভি