এম.এ. লতিফ, আদালত প্রতিবেদক: [২] সোমবার (১১ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান গুলশান থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির ১১ নেতাকর্মীর প্রত্যেককে পৃথক তিন ধারায় ৪ বছর ৬ মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন। বিচারক দণ্ডবিধির ১৪৩ ধারায় ৬ মাস এবং ১৪৭ ও ৪২৭ ধারায় ২ বছর করে ৪ বছর কারাদণ্ডের আদেশ দেন। সকল ধারার সাজা একত্রে চলবে বলে রায়ে উল্লেখ করা হয় বিধায় আসামীদের মোট ২ বছর কারাভোগ করতে হবে।
[৩] কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. মামুন চৌধুরী, বিল্লাল হোসেন, অসীম ওরফে অসীম আকরাম, নুরুল ওরফে নূর হোসেন, মো. শরীফ উদ্দিন ওরফে মামুন, আমিনুল ইসলাম, অহিদুল ইসলাম শাহীন, মো. রফিকুল ইসলাম, মো. সিদ্দিকুর রহমান প্রান্ত, জয়নাল, মীর মোহাম্মদ স্বপন। তারা সবাই বিএনপির বিভিন্ন পর্যায়ের কর্মী-সমর্থক।
[৪] রায় প্রচারের সময় আসামীদের মধ্যে অসীম ওরফে অসীম আকরাম ও মো. শরীফ উদ্দিন ওরফে মামুন আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। অন্যরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। যেদিন পলাতক আসামীরা আত্মসমর্পণ করবে অথবা ধরা পরবে সেদিন থেকে সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়।
[৫] মামলার বিবরণে জানা যায়, ২৩ অক্টোবর, ২০১৮ইং অবরোধের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা ঢাকার গুলশান এলাকায় বেআইনিভাবে সংগঠিত হয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্য ইটপাটকেল নিক্ষেপ করে বলে পুলিশ মামলায় অভিযোগ করে। ঘটনার দিন পুলিশ বাদী হয়ে গুলশান থানায় মামলা দায়ের করলে তদন্ত শেষে ২০১৯ সালের ১ এপ্রিল ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ।
এএল/টিবি/জেএ