সালেহ্ বিপ্লব: যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি) স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের পরিচালক অ্যাডমিরাল কিরবি বলেন, বাংলাদেশে জনআকাক্সক্ষার প্রতিফলনে আমরা পাশে আছি। বাংলাদেশের বিষয়ে অবস্থান বদল করেনি যুক্তরাষ্ট্র। বুধবার এক ব্রিফিংয়ে তিনি প্রশ্নের জবাবে এ কথা বলেন।
রাশিয়া অভিযোগ করেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে। এমনকি এ ব্যাপারে তারা রাষ্ট্রদূত পিটার হাসকেও অভিযুক্ত করেছে। এই প্রশ্নের উত্তরে কিরবি বলেন, এটা পুরোপুরি মিথ্যা। রাশিয়া অপপ্রচার করছে। আমরা বাংলাদেশে অবাধ নির্বাচন চাই। রাষ্ট্রদূত আমাদের সেই ভিশনের আলোকেই কাজ করছেন। বাংলাদেশে গণতন্ত্রের জন্য সরকার, বিরোধী দল, সিভিল সোসাইটি সবাইকে কাজ করতে হবে। আমরাও সেই লক্ষ্যেই কাজ করছি।
আপনার মতামত লিখুন :