আদালত প্রতিবেদক: [২] প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার অভিযোগে করা আট মামলায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
[৩] সোমবার বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে উপস্থিত হয়ে জামিন চাইলে আদালত তাকে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত জামিন দেন।
[৪] আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন নিপুণ রায়ের বাবা অ্যাডভোকেট নিতাই চৌধুরী।
[৫] আদেশের পরে অ্যাডভোকেট নিতাই চৌধুরী বলেন, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়। তার বিরুদ্ধে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার অভিযোগে রমনা ও পল্টন থানায় সাতটি এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। এসব মামলা থেকে আদালতে আগাম জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করে আদেশ দেন। সম্পাদনা: সমর চক্রবর্তী