আদালত প্রতিবেদক: [২] হৃদরোগে আক্রান্ত যুবদল নেতা আমিনুর রহমান মধুকে বিএসএমএমইউ হাসপাতালে যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়ে তার বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
[৩] ডান্ডাবেড়ি পরিয়ে হৃদরোগে আক্রান্ত যুবদল নেতা মধুর চিকিৎসার ঘটনায় করা রিটের শুনানি শেষে সোমবার (৪ ডিসেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহ’র সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
[৪] আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী।
[৫] ডান্ডাবেড়ি পরিয়ে হৃদরোগে আক্রান্ত যুবদল নেতাকে চিকিৎসা” শিরোনামে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহ’র সমন্বয়ে গঠিত বেঞ্চের নজরে আনেন এবং সুয়োমোটো আদেশ চান সাবেক অ্যাটর্নি জেনারেল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী। তবে হাইকোর্ট বলেন, আপনারা চাইলে (রিট) ফাইল করে আসতে পারেন। সে ধারাবাহিকতায় হাইকোর্টে রিট করেন যুবদলের নেতা আমিনুর রহমান মধুর স্ত্রী।
জেএইচ/এইচএ