মাজহারুল মিচেল: [২] সাউথ এশিয়ান টেলিকমিউনিকেশন রেগুলেটরস কাউন্সিলের (এসএটিআরসি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।
[৩] ঢাকার একটি হোটেলে মঙ্গলবার বিটিআরসি আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপ ও ইরানসহ দক্ষিণ এশিয়ার নয়টি দেশের টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক রেগুলেটরি সংস্থার প্রধান, টেলিকম অপারেটরস, সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট বিশেষজ্ঞসহ ১০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
[৪] অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, আফগানিস্তান টেলিকম রেগুলেটরি অথরিটির (এআরটিএ) চেয়ারম্যান বরাট শাহ নাদিম, কমিউনিকেশন অথরিটি অব মালদ্বীপের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলিয়াস আহমেদ ও পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটির চেয়ারম্যান হাফিজ উর রহমান প্রমুখ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব