শহীদুল ইসলাম: [২] আগামী ডিসেম্বরে দু’ধাপে নতুন করে দেশের মাধ্যমিক স্তরের এই শিক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর (মাউশি)।
[৩] মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানিয়েছে, শুরুতে প্রথম, ষষ্ঠ ও সপ্তম এবং বাকি শ্রেণিগুলোতে ২০২৪ সাল থেকে পর্যায়ক্রমে এই শিক্ষাক্রম চালুর লক্ষ্যে কাজ করবে সরকার। এ জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ৪০৬ কোটি ৯২ লাখ ৭৮ হাজার টাকা বাজেটও প্রদান করা হবে। প্রথম ধাপে ১ থেকে ৭ ডিসেম্বর প্রশিক্ষণ হবে। এরপর ৮ থেকে ১৪ ডিসেম্বর দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ।
[৪] মাউশি সূত্রে জানা গেছে, এর আগে চলতি বছরের শুরুতে প্রথম, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম শুরু হলে শিক্ষকদের ক্লাসের পাঠ্য বইয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। অক্টোবরের ১৮ থেকে ২২ তারিখের মধ্যে বিগত প্রশিক্ষণে বাদ পড়াদের প্রশিক্ষণ দেওয়া হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১০৬ কোটি টাকা। যদিও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো বাজেট প্রস্তাবে এ ব্যয় ধরা হয়েছে ১৩২ কোটি ১৯ হাজার ২০০ টাকা।
[৫] এদিকে ২০২৩ সালে প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে। এছাড়া ২০২৪ সালে তৃতীয়, চতুর্থ, অষ্টম ও নবম শ্রেণি; ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণি, ২০২৬ সালে একাদশ ও ২০২৭ সালে দ্বাদশ শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হবে। সম্পাদনা: তারিক আল বান্না