শিরোনাম
◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:৩৩ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১০:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরগুনার হৃদয় হত্যা মামলার রায়ে ১২ কিশোরের কারাদণ্ড

সাগর আকন, বরগুনাঃ [২] বরগুনার আলোচিত কিশোর সুজন হৃদয়কে প্রকাশ‍্যে পিটিয়ে হত্যা মামলায় ১২ কিশোরকে সবোর্চ্চ ১০ বছর ও ৪ কিশোরকে ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুচর ১২টা ১০ মিনিটে এই রায় দেন শিশু আদালতের বিচারক মশিউর রহমান খান। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদী ও রাষ্ট্রপক্ষ। তবে আসামি পক্ষ ন্যায় বিচার পায়নি বলে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তারা।

[৩] ২০২০ সালে ২৫ মে ঈদের দিন বিকেলে বরগুনা সদরের গোলবুনিয়া এলাকায় নদীর তীরে বেড়াতে গেলে পূর্ব শত্রুতার জেরে নোমান কাজী, ইউনুস কাজীসহ ২৮ জন মিলে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে কিশোর সুজন হৃদয়কে। ওই দিনই পিটিয়ে হত্যার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

[৪] ঘটনার পরের দিন ২০ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করেন সুজন হৃদয়ের মা ফিরোজা বেগম। ছয় মাস তদন্ত শেষে ওই বছরের ১৬ নভেম্বর আদালতে কিশোর ও প্রাপ্তবয়স্ক দুই ভাগে বিভক্ত চার্জশিট দাখিল করে পুলিশ। আদালত ১৮ জনের সাক্ষ্য গ্রহণ ও যুক্তি তর্ক উপস্থাপন শেষে কিশোর অভিযুক্তদের আজ রায় ঘোষণা করেন। 

[৫] রায়ে ইউনুস কাজী, রানা আকন, ইমন হাওলাদার, জুয়েল কাজী, নয়ন হাওলাদার, সজীব, নাজমুল শিকদার, অন্তর, সিফাত ইসলাম, মোশারেফ, সাইফুল, রাব্বিকে ১০ বছর। সাগর গাজী, সজীব কাজী, ফাইজুল ইসলাম ও সাইদুলকে ৭ বছর করে কারাদণ্ড। মামলা থেকে অব্যাহতি দিয়েছে সফিকুল ইসলাম ঘরামী, নাইম, রবিউলকে।

[৬] নিহত হৃদয়ের মা ও মামলার বাদী ফিরোজা বেগম বলেন, আমার একমাত্র ছেলেকে ইদের দিন ঘুরতে গেলে আাসামীরা পিটিয়ে হত্যা করে৷ আমি এ রায়ে খুশি। সবাই আমার মরহুম ছেলের জন্য দোয়া করবেন৷ আল্লাহ যেত ওকে জান্নাতে রাখে।

[৭] রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, শিশু আইন ২০১৩ অনুযায়ী অপরাধীদের সবোর্চ্চ সাজা প্রদান করেছে বিজ্ঞ আদালত। রায়ে আমরাসহ সাধারন মানুষ খুশি।

[৮] এদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামি পক্ষের আইনজীবী ও স্বজনরা বলেন উচ্চ আদালতে যাবেন তারা। এবং এই মামলায় এখনো প্রাপ্তবয়স্ক নয় আসামির চার্জগঠন হয়নি। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়