শিরোনাম
◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও)

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:৫২ বিকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ’ শ্লোগানে এবার বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হবে: সচিব মোকাম্মেল হোসেন

মো. মোকাম্মেল হোসেন

আনিস তপন: [২] বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ইতিহাস, ঐতিহ্য, পুরাকীর্তি ও পর্যটন সম্পদ সম্পর্কে ভ্রমণ আগ্রহীদের জানাতে ব্যাপক উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান পরিহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

[৩] সোমবার সচিবালয়ের নিজ দপ্তরে এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন জানান, ২৮ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে সরকার সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও এই দিনটি বর্ণাঢ্য আয়োজনের সঙ্গে উদযাপন করবে। ‘পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ’ এই শ্লোগানকে সামনে রেখে এবার বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হবে।

[৪] বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘মুজিব’স বাংলাদেশ’ প্রচারণার অংশ হিসাবে চারদিনব্যাপী ‘বাংলাদেশ মেলা’র (ফ্যাস্টিভ্যাল) আয়োজন করেছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এই মেলা উদ্বোধন করবেন।

[৫] দিনটি উপলক্ষে আগামি ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে সাতটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে র‌্যালি শুরু হবে। র‌্যালিটি পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে থেকে শুরু হয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে পুনরায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেষ হবে। এতে পর্যটন সংশ্লিষ্ট সরকারি বেসরকারি স্টেকহোল্ডারগণ অংশগ্রহণ করবেন। 

[৬] পর্যটনের আগ্রহ বাড়াতে এই মেলায় বিভিন্ন এয়ারলাইন্স, অ্যামিউজমেন্ট পার্ক, ট্যুরিস্ট-ভেসেল, ২০টি হোটেল রিসোর্ট, অঞ্চলভিত্তিক খাবারের স্টল ৭০টি, ডিস্ট্রিক্ট ব্রান্ডিংয়ের আওতায় ২৯টি জেলা, ক্রাফট স্যুভিনিয়র ২৬টি, এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, ট্যুর গাইড, কারুশিল্প, বিদেশি দূতাবাসসহ ১৬০টির অধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

[৭] দেশী-বিদেশী ইউনিক ও অথেন্টিক খাবার সম্পর্কে জানতে এবং উপভোগ করতে পারবে। তাছাড়া দেশের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে যশোরের জামতলার সাদেক গোল্লা, নকশি পিঠায় নরসিংদি জেলা, নাটোরের কাঁচা গোল্লা, কুষ্টিয়ার কুলফি, পুরান ঢাকার হাজী বিরিয়ানি, বাকরখানি, মুক্তাগাছার মণ্ডা, চট্টগ্রামের মেজবান, খুলনার চুইঝাল, বিসমিল্লাহর কাবাব, কুমিল্লার রসমালাই সহ ৬৪টি জেলা থেকে ৭০টির বেশি ঐতিহ্যবাহী ফুড স্টল থাকবে।
এ উৎসবে তাঁত, জামদানি শাড়ী তৈরীর প্রক্রিয়া প্রদর্শন, ঐতিহ্যবাহী মসলিন কাপড় পুনরুদ্ধারের গল্প এবং মসলিন তৈরীর প্রক্রিয়া প্রদর্শন করা হবে।

[৮] দিবস উপলক্ষে পর্যটক ও পর্যটন কেন্দ্রের নিরাপত্তা, আবাসন, এভিয়েশন পর্যটন খাতে কর্মসংস্থানের সম্ভাবনা এবং পর্যটনশিল্পে নারীর অংশগ্রহণ, প্রত্নপর্যটন, খাদ্যপর্যটন, পর্যটন ও এভিয়েশন সাংবাদিকতা, প্লাস্টিক ফ্রি সেন্টমার্টিন ইত্যাদি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। 

[৯] চারদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে গম্ভীরা, সিলেটের আঞ্চলিক গান, গাজী কালুর পট, পথ নাট্য, বাউল গান, পুথি পাঠ, কাওয়ালী এবং বিশিষ্ট শিল্পীগণের গানের আয়োজন করা হয়েছে। 

[১০] বিশ্ব পর্যটন দিবস প্রতিবছর উদযাপন করা হবে জানিয়ে মোকাম্মেল হোসেন বলেন, এই উৎসব হবে একটি প্ল্যাটফর্ম। যেখান থেকে বাংলাদেশের সকল পর্যটন আকর্ষণ জানার সুযোগ তৈরী হবে। বাংলাদেশের ঐতিহ্যকে যেমন উপস্থাপন করা হবে তেমনি অপরূপ বাংলার আনাচে কানাচে ঘুরে বেড়ানোর সকল সুযোগ সুবিধা উপস্থাপন করা হবে।

[১১] এছাড়াও এ উৎসবের মাধ্যমে বাংলাদেশের পর্যটন সেবা, পর্যটন পণ্য, ঐতিহ্যবাহী খাবার সমূহ ব্র্যান্ডিং করা হবে বলেও জানান বিমান পরিহন ও পর্যটন সচিব। সম্পাদনা: ইকবাল খান

এটি/আইকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়