মাসুদ আলম, আদনান হোসেন: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচন এলেই ষড়যন্ত্রকারীরা এক হয়ে যায় নতুন ষড়যন্ত্র করার জন্য। নির্বাচন যেন না হয় সেজন্য তারা হইচই করতে থাকে। শেখ হাসিনার বিকল্প শুধুমাত্র শেখ হাসিনা। তিনি বাংলাদেশের জনগণের শক্তিতে বিশ্বাস করেন।
শনিবার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বৈন্য-কুশুরা পুলিশ ক্যাম্প উদ্বোধন ও মাদক-সন্ত্রাস বিরোধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, সব সময় আমরা দেখেছি, নির্বাচন এলে অনেক দল সেই সময় তাতে অংশ গ্রহণ করে না। নির্বাচন এলেই অনেক স্রোত; কাউন্টার স্রোত আসে। যারা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না। তাই এই কাজগুলো করে।
জামায়াতের সমাবেশের অনুমতি দেওয়ার প্রসঙ্গে মন্ত্রী বলেন, দলটি সব সময় বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠান করতো। তাদের এবার বলে দেওয়া হয়েছে- ওই স্থানে সমাবেশ করলে যানজট সৃষ্টি হয়; তাই যেন অন্য ভেন্যুতে যায়। সেই জন্যই তারা নতুন ভেন্যুতে গিয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ ধামরাই আসনের জাতীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ ও ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ। সম্পাদনা: তারিক আল বান্না
এমএ/এসএ