শিরোনাম
◈ পাঠ্যবইয়ে যে পাঁচটি পরিবর্তন আসছে ◈ সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও ডিএমপি কমিশনার গোলাম ফারুককে দেখা গেল কলকাতায় ◈ সাবেক গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেফতার ◈ ধানমন্ডিতে বাসায় ঢুকে ডাকাতি চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১৩ জনের ৮ জনই শিক্ষার্থী (ভিডিও) ◈ বেসিসের নতুন সভাপতি রাশিদুল হাসান ◈ মালয়েশিয়ায় এমআরপি পাসপোর্ট সেবা বন্ধ: রেমিটেন্স শাট ডাউনের হুমকি ◈ সায়মা ওয়াজেদকে নিয়ে আপত্তি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে জটিলতা তৈরি করবে ? ◈ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো ব্যয়বহুল লিগামেন্ট প্রতিস্থাপন চিকিৎসা ◈ কুমিল্লার আহত জনি ও রাকিব চিকিৎসার অভাবে পঙ্গুতের পথে চাকুরী হারিয়ে চলছে মানবেতর জীবনযাপন ◈ টাঙ্গাইলে পাখির নিরাপত্তা আশ্রয় তৈরিতে গাছে গাছে মাটির হাঁড়ি স্থাপন 

প্রকাশিত : ০৮ জুন, ২০২৩, ০৮:২৩ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৩, ০৮:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিফিউজি জীবন আর চাইনা, বাড়ি ফিরতে চাই

কায়সার হামিদ, উখিয়া: রোহিঙ্গাদের প্রত্যাবাসন বন্ধের ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদ এবং দ্রুত প্রত্যাবাসন নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে আশ্রিত রোহিঙ্গারা। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১০ পর্যন্ত কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১৩টি ক্যাম্পে এসব কর্মসূচিতে অংশ নেন হাজার হাজার রোহিঙ্গা।

কর্মসূচিতে অংশ নেওয়া রোহিঙ্গা নেতারা বলেন, মিয়ানমারে জাতিগত নিধনযজ্ঞের বাস্তবতায় জীবন ও সম্ভ্রম বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছি। এখন অবিলম্বে মিয়ানমারে নিজেদের বসতভিটায় ফিরতে চাই। তবে একটি মহল প্রত্যাবাসন বন্ধের ষড়যন্ত্র করছে।

জাতিসংঘের দ্বৈতনীতির নিন্দা জানিয়ে বক্তারা বলেন, রেশন কমিয়ে দেওয়া এবং ফিরতে ইচ্ছুকদের রেশন বন্ধ করা রহস্যজনক। এ ধরনের কর্মকাণ্ড হতে বিরত থেকে প্রত্যাবাসন ইস্যুতে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন তারা।

লম্বাশিয়া চৌরাস্তার মাথার সমাবেশে বক্তব্য দেন কমিউনিটি নেতা ডা. জুবায়ের, মাস্টার কামাল, মৌলভি নুর হোসেইন, মৌলভি ছৈয়দ উল্লাহ, মাস্টার শামসুল আলম প্রমুখ। ক্যাম্প ৪-এর সাতরাস্তার মাথার সমাবেশে বক্তব্য দেন আবদুল গফুর ও রশিদ মিয়া। ক্যাম্প ৯-এর পোড়াবাজারের মাঠের সমাবেশে বক্তব্য দেন মান্নান হোসেন ও রফিক উল্লাহ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

প্রতিনিধি/এসবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়