শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ০৮ জুন, ২০২৩, ০৭:৪০ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৩, ০৭:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসিনা-মোদীর জন্য আম পাঠালেন মমতা

মাজহার মিচেল: ভারতীয় জাতীয় সংবাদসংস্থা পিটিআই (প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া) এ খবর জানায়।

পিটিআই তাদের প্রতিবেদনে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আম উপহার পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শুধু শেখ হাসিনাই নন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্যও আম পাঠিয়েছেন তিনি। সূত্র: জাগো নিউজ ২৪

এছাড়া তৃণমূল সুপ্রিমোর কাছ থেকে আম উপহার পেয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাশাপাশি, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়সহ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে পশ্চিমবঙ্গের আম উপহার হিসেবে পাঠানো হয়েছে। সূত্র: প্রথম নিউজ

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লক্ষণভোগ, হিমসাগর, ফজলি ও ল্যাংড়া জাতের আমের ডালি সুন্দরভাবে বাক্সবন্দি করে পাঠানো হয়েছে নয়াদিল্লিতে। সূত্র: সোনালী নিউজ

উল্লেখ্য, ২০১১ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই সৌজন্য উপহার হিসেবে বিভিন্ন সামগ্রী পাঠিয়ে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের প্রধানমন্ত্রী হোন বা বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী তো কখনও  সোনিয়া গান্ধীকে সৌহার্দ্যমূলক বিভিন্ন উপহার আগেও পাঠিয়েছেন তিনি। গত বছরও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও আম উপহার হিসেবে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র: এপিবি লাইফ

রাজনৈতিক দূরত্ব থাকলেও ব্যক্তিগত সৌহার্দ্য দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও উপহার পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদিকে। ২০১৯ সালে দুর্গাপুজোর প্রাক্কালে প্রধানমন্ত্রীর জন্য কুর্তা-পাজামা ও মিষ্টি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রখ্যাত অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে সাক্ষাৎকারের মাঝে খোদ নরেন্দ্র মোদি ফাঁস করেছিলেন যে তথ্য। 

যেখানে হাসিমুখে প্রধানমন্ত্রী বলেছিলেন, বিরোধী দলেও অনেকেই ব্যক্তিগত পর্যায়ে আমার বন্ধুস্থানীয়। শুনলে অবাক হয়ে যাবেন, মমতা দিদি নিজে প্রত্যেক বছর আমার জন্য এক-দুটো করে কুর্তা পছন্দ করে পাঠান।' সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এমএম/এসএইচবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়