আখিরুজ্জামান সোহান: চলমান বিদ্যুৎ সকটের মধ্যেই ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। হঠাৎ ঝড়ের কারণে সঞ্চালন লাইন ট্রিপ করায় বিদ্যুৎ আমদানি বন্ধ হয়ে যায়। বুধবার বিকেল পৌনে ৩টায় এ ঘটনা ঘটে। পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি) জানিয়েছে, সঞ্চাল লাইন ঠিক করা হয়েছে। রাতের মধ্যে সরবাহ শুরু হতে পারে। সূত্র: সমকাল
বড় আকারের এ বিদ্যুৎকেন্দ্র একবার বন্ধ করা হলে পুনরায় চালু করতে কয়েক ঘণ্টা সময় লাগে। ইতিমধ্যে এটি চালু করা হয়েছে বলে পিজিসিবি সূত্রে জানা গেছে। তবে উৎপাদন শুরু করে বিদ্যুৎ সরবরাহ চালু করতে রাত ১২টা থেকে ১টা বেজে যেতে পারে। সূত্র: প্রথম আলো
আদানি বন্ধের কারণে জাতীয় গ্রিডে প্রায় ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে যায়। বুধবার বেলা ২টায় দেশের বিদ্যুৎ উৎপাদন ছিল ১২ হাজার ৪৬৩ মেগাওয়াট আর লোডশেডিং করতে হয়েছে ২ হাজার ২৩২ মেগাওয়াট। আদানির সরবরাহ বন্ধ হওয়ায় বেলা ৩টায় উৎপাদন কমে দাঁড়ায় ১১ হাজার ৬১০ মেগাওয়াটে। লোডশেডিং বেড়ে হয় তিন হাজার ১৪২ মেগাওয়াট।
এমএএস