শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৯ মে, ২০২৩, ০৯:২১ রাত
আপডেট : ৩০ মে, ২০২৩, ০২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন

মাজহারুল মিচেল: পররাষ্ট্র মন্ত্রণালয়ে সোমবার (২৯ মে) সাংবাদিকদের একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং এ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন। 

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, সেই সময়ে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে নিউইয়র্কে থাকবেন। তাই প্রধানমন্ত্রী এ বছর চীন সফর করতে পারবেন কি না তা নিশ্চিত নয় বলেও তিনি জানান। সূত্র: ইত্তেফাক

দুই দিনের সফর শেষে গতকাল রাতে বাংলাদেশ ছাড়েন ওয়েইডং। এর আগে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন। সূত্র: ডেইলিস্টার

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী চীন সফরে সেপ্টেম্বরে সম্ভব নয়। তারপর নতুন করে তারা কোনো প্রস্তাব দেননি। এবছরই প্রধানমন্ত্রী চীন সফর করতে পারেন কি না- জানতে চাইলে তিনি বলেন, তা আমি বলতে পারবো না। জাতীয় নির্বাচনের আগে অক্টোবরে শেখ হাসিনার চীন সফরের কোনো প্রস্তাব দেওয়া হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো বিকল্প প্রস্তাব আমার জানামতে দেওয়া হয়নি।

 বৈশ্বিক রোড ও ইনিশিয়েটিভ নিয়ে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনো কথা হয়েছে কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, না, এমন কোনো কথা হয়নি। তিনি এর ধারে কাছেও নেই। তবে তারা আমাদের উন্নয়নের প্রশংসা করেছেন। আমাদের উন্নয়নের সহযোগী হতে পেরে তারা খুশি। আরও যেসব প্রকল্প হওয়ার কথা, সেগুলো যাতে তাড়াতাড়ি হয়, সেই কথা বলেন তারা। সম্পাদনা: এল আর বাদল

এমএম/এলআরবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়