শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৯:৫৮ রাত
আপডেট : ২৭ মে, ২০২৩, ০৩:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেরানীগঞ্জে সংঘর্ষের জের

নিপুণ রায়সহ শতাধিক বিএনপি নেতা-কর্মীর নামে ২ মামলা

রিয়াদ হাসান: রাজধানীর কেরানীগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ বিএনপির শতাধিক নেতা-কর্মীকে আসামি করে দু’টি মামলা করেছে পুলিশ।

শুক্রবার (২৬ মে) বিকালে কেরানীগঞ্জ মডেল থানায় এ মামলা করা হয়। ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেরানীগঞ্জে প্রতিবাদ সমাবেশ করে বিএনপি।

সমাবেশ চলাকালে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ শুরু হয়। এতে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়সহ বিএনপির প্রায় অর্ধশত নেতা-কর্মী আহত হয়। এ ঘটনায় দু’পক্ষ পাল্টাপাল্টি হামলার অভিযোগ করে।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী বলেন, তাদের শান্তিপূর্ণ সমাবেশে আজাহার বাঙ্গালির নেতৃত্বে প্রায় শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মী লাঠি নিয়ে বিএনপির সমাবেশে হামলা চালিয়েছে। ইত্তেফাক

আওয়ামী লীগ নেতা আজাহার বাঙ্গালি বলেন, বিএনপি উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আওয়ামী লীগের ১৫-২০ নেতা-কর্মীকে পিটিয়ে আহত করেছে। 

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুন অর রশিদ বলেন, বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগ নেতা আজাহার বাঙ্গালিসহ ১০-১২ জন নেতা-কর্মীকে পিটিয়ে আহত করেছে। হামলার ঘটনায় নিপুণ রায়সহ শতাধিক বিএনপির নেতা-কর্মীর নামে দুটি মামলা করা হয়েছে। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

আরএইচ/এসএইচবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়