শিরোনাম
◈ মানুষকে নির্বাক করে রাখতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশকে ১০২ রানের লক্ষ্য দিলো আয়ারল্যান্ড ◈ আওয়ামী লীগ ক্ষমতাকে জনসেবার সুযোগ হিসেবে দেখে: প্রধানমন্ত্রী ◈ যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খালেক গ্রেপ্তার ◈ আরাভের ভারতীয় পাসপোর্ট বাতিলে হাইকমিশনে চিঠি পাঠানো হচ্ছে ◈ ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী ◈ রোজা শুরু আগামীকাল থেকে ◈ জাতিসংঘ পানি সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ ◈ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ রোল মডেল: প্রধানমন্ত্রী ◈ মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষ, রেল যোগাযোগ স্বাভাবিক

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৯:১৫ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৯:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাটকল শ্রমিকের পাওনা দ্রুত পরিশোধে অর্থ মন্ত্রাণালয়ের চিঠি পাঠানো হয়েছে: পাট ও বস্ত্রমন্ত্রী

পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী

মনিরুল ইসলাম: পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানিয়েছেন, বন্ধ করে দেওয়া সরকারি পাটকলগুলোর এক হাজার ৫৬ জন শ্রমিকের পূর্ণ পাওনা পরিশোধে দেরি হচ্ছে। তাদের পাওনা দ্রুত পরিশোধে জন্য অর্থ মন্ত্রাণালয়ের চিঠি পাঠানো হয়েছে।

রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলীয় সদস্য এম আব্দুল লতিফের প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এ তথ্য জানিয়েছেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।

তিনি আরও জানান, বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) অধীন বন্ধ ঘোষিত মিলগুলির পাওনা ও অন্যান্য দায়-দেনা পরিশোধে ২০২১-২২ অর্থবছরে মোট ৮৯১ কোটি ১৫ লক্ষ টাকা অর্থ মন্ত্রণালয়ের থেকে বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ৮৩০ কোটি ৮১ লক্ষ টাকা পরিশোধ করা হয়েছে।

একই প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সঞ্চয়পত্র ইস্যুর ক্ষেত্রে ৫ লক্ষ টাকার ঊর্ধ্বে করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) ও আয়কর রির্টান দাখিল বাধ্যতামূলক হওয়ায় এক হাজার ৫৬ জন শ্রমিকের পূর্ণ পাওনা পরিশোধে বিলম্ব হচ্ছে। সঞ্চয় অধিদপ্তরের সফটওয়ার টিআইএন ভ্যালিডেশন অফ শ্রমিকদের পাওনা পরিশোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অর্থ মন্ত্রাণালয়ের অর্থ বিভাগে চিঠি দেওয়া হয়েছে।

এমআই/এসএ  

  • সর্বশেষ
  • জনপ্রিয়