আজাহার আলী সরকার: পুলিশের দুই অতিরিক্ত আইজিপিকে সচিব পদমর্যাদায় গ্রেড-১ এ পদোন্নতি দেওয়া হতে পারে। তারা হলেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মনিরুল ইসলাম। তারা দুজনই অতিরিক্ত আইজিপি হিসেবে গ্রেড-১ পদে চলতি দায়িত্বে কর্মরত। আজ বুধবার তাদের পদোন্নতির প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জননিরাপত্তা বিভাগ সূত্রে জানা গেছে।
এদিকে র্যাবের ডিজি খুরশীদ হোসেন এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনার গোলাম ফারুককে গ্রেড -১ পদে পদোন্নতি সংক্রান্ত একটি প্রস্তাবনা প্রস্তুত বলে জানা গেছে। যে কোন দিন আদেশ জারি করা হতে পারে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
এএস/এসবি/এসবি২