শাহীন খন্দকার: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেলে বেলুন ও পতাকা উড়িয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন তিনি।
সমাবেশ শুরুর আগেই মিছিল-স্লোগানে উত্তাল সোহরাওয়ার্দী উদ্যান। নেতা-কর্মীরা বলছেন, দীর্ঘ সাত বছর পর এই সম্মেলন যেন চিকিৎসক নেতা-কর্মীদের মিলনমেলা। শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যান গেইটে দেখা যায়, ভেতরে ঢুকতে নেতা-কর্মীদের দীর্ঘ লাইন।
সম্মেলন শেষে নতুন কমিটির নাম ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেতৃত্বে যে বা যারাই আসুক প্রধানমন্ত্রীর ওপরই আস্থা রাখবেন সংগঠনটির নেতাকর্মীরা। তারা বলছেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যিনিই নেতৃত্বে আসবেন, তিনিই হবেন আমাদের নেতা। বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এমন প্রতিক্রিয়াই জানা গেছে।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও স্বাচিপ নেতা ডা. হেলাল উদ্দিন আহমেদ বলেন, স্বাচিপের নেতৃত্বে যারাই আসবেন, যাকেই প্রধানমন্ত্রী দায়িত্ব দেবেন, তার নেতৃত্বেই আমরা ঐক্যবদ্ধ থাকবো। তিনি বলেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতাকর্মীরা সবসময়ই চাঙ্গা থাকে। বিগত দুই দশক ধরেই আমরা চাঙা আছি।
শ্যামলী টিবি হাসপাতালের প্রকল্প পরিচালক ডা. আবু রায়হান বলেন, নতুন নেতৃত্ব আসুক বা পুরোনো নেতৃত্বই থাকুক, সম্মেলনটা দলের জন্য গুরুত্বপূর্ণ। সম্পাদনা : মাজহারুল ইসলাম
এসএইচ/জেএ