শিরোনাম
◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক ◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব ◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২২, ০৬:৫৪ বিকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২২, ০৪:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুপ চেটিয়ার মেয়েকে ভালোবাসি বলেই বিয়ে করছি: অনির্বান চৌধুরী

অনির্বান চৌধুরী

মাছুম বিল্লাহ : উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অনুপ চেটিয়ার মেয়ে বন্যা বড়ুয়ার (২৭) হবু বর বাংলাদেশি বংশদ্ভোত অস্ট্রেলিয়ার নাগরিক অনির্বান চৌধুরী তার ববু শশুড় অনুপ চেটিয়াকে খুবই ভালো মানুষ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, তার সঙ্গে (অনুপ চেটিয়া) না মিশলে বুঝতে পারবেন না তিনি আসলে কত ভালো।

বৃহস্পতিবার আমাদের সময় ডটকমকে অনির্বান চৌধুরী অনুপ চেটিয়ার মেয়েকে বিয়ের বিষয়ে বলেন, বন্যা বড়ুয়া কার মেয়ে সেটা বিষয় নয়- সবচেয়ে বড় কথা তিনি একজন ভালো ও মানবিক মানুষ। তাকে আমি পছন্দ করি, ভালোবাসি এবং বিয়ে করছি। তার সঙ্গে সারাজীবন কাটাবো বলে সিদ্ধান্ত নিয়েছি।

কুমিল্লার বরুরা উপজেলা সদরে বাড়ি অনির্বাণ চৌধুরীর। বর্তমানে সে অস্ট্রেলিয়ার নাগরিক। একাউন্ট ও কম্পিটার সাইন্সে মাস্টার্স করা অনির্বান বলেন, আমার হবু শশুড় অনুপ চেটিয়াকে নিয়ে আলোচনা-সমালোচনা থাকতে পারে সেটা আমার জন্য মেটার করেনা। কারণ বঙ্গবন্ধুর মতো মানুষকে নিয়েও অনেকেই সমালোচনা করে।

 অনির্বাণ চৌধুরী বলেন, ‘বন্যা বড়ুয়ার সঙ্গে একসঙ্গে মাস্টার মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছি। তখন থেকেই তাকে পছন্দ করি। এরপর দীর্ঘদিন ধরে তার সঙ্গে যোগাযোগ ছিল। করোনার পর আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। এরমধ্যে আমি একবার ভারতে গিয়েছিলাম।

তিনি বলেন, দুই পরিবারের সম্মতিতে আমরা বিয়ে করছি। আগামী নভেম্বরের ২৫ তারিখে মেলবোর্নে বিয়ের অনুষ্ঠান হবে। আমি সবার কাছে আশির্বাদ চাই।

এদিকে মেয়ের বিয়ের জন্য পরিবার নিয়ে মন্দিরে পুজো দিয়েছেন অনুপ চেটিয়া। সম্প্রতি দুর্গাপুজোর অষ্টমির দিন আসামের ডিব্রুগড় জেলার জেরাইগাঁওয়ে একটি পারিবারিক অনুষ্ঠানও হয়েছে বলে জানাগেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়