শিরোনাম
◈ এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি ◈ সিম বদল, বাসা বদল, চেহারা পরিবর্তন: আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে বিদেশিদের ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি ◈ মানিকগঞ্জে হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, কারাগারে ২ আনসার সদস্য (ভিডিও) ◈ মৃত্যুদণ্ডাদেশের রায়ে ট্রাইব্যুনাল: শেখ হাসিনা খুব সহজেই আন্দোলনের অবসান ঘটাতে পারতেন  ◈ পুলিশকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিল হামলাকারীরা, আহত ৫ পুলিশ সদস্য ◈ রিকশা–ভ্যান–অটোচালকদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান ◈ ‘সহায়তা আসছে, বিক্ষোভ চালিয়ে যান,’ ইরানিদের উদ্দেশ্যে বললেন ট্রাম্প ◈ নির্বাচন ও গুম তদন্ত ইস্যুতে জাতিসংঘের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা, চাইলেন সহায়তা ◈ বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ০৪:৩২ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২২, ০৪:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির হুমকি-ধমকিতে জনগণের কোনো আগ্রহ নেই : ডেপুটি স্পিকার

শামসুল হক টুকু

রিয়াদ ইসলাম, ঈশ্বরদী (পাবনা) : সাবেক ভূমিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরীফ ডিলুর প্রতি শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু। শনিবার (১ অক্টোবর) সকালে ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের এসে পৌঁছান তিনি। এরপর বর্ষিয়ান আওয়ামী নেতা ডিলুর কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে তিনি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় বিএনপির আন্দোলনের হুমকি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামসুল হক টুকু বলেন, ফ্যাসিবাদী বিএনপি এদেশের গণতন্ত্রকামী জনগণের কাছে বারবার প্রত্যাখ্যাত হয়েছে এবং ভয়াবহ পরিণতির সম্মুখীন হয়েছে।

শক্তিশালী বিরোধী দল হিসেবে আবির্ভূত হওয়া ও আন্দোলনের নামে বিএনপি যদি আবারও সন্ত্রাসী ও ধ্বংসাত্মক পথ বেছে নেয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে সমুচিত জবাব দেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘বিএনপির সব প্রতিকূলতা ডিঙিয়ে মানুষ এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে। তাই বিএনপির হাঁকডাক ও হুমকি-ধামকিতে জনগণের কোনো আগ্রহ নেই।

এরপর তিনি বেলা সাড়ে ১২টায় ঈশ্বরদী কেন্দ্রীয় কবরস্থানে প্রয়াত আওয়ামী লীগ নেতা-কর্মীদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন। সবশেষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঈশ্বরদীর প্রাচীনতম মৌবাড়িয়া দুর্গামন্দির পরিদর্শন করে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন তিনি 

এসব কর্মসূচিতে পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, পাবনা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রহিম পাকন, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, বেড়া পৌরসভার মেয়র আশিফ সামস রঞ্জন, মৌবাড়িয়া দুর্গামন্দিরের উপদেষ্টা প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক উদয় নাথ লাহিড়ী, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন তুহিন ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তী উপস্থিত ছিলেন। এএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়