শিরোনাম
◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে? ◈ কক্সবাজার বিমানবন্দরে কুকুরের ধাক্কায় অল্পের জন্য দুর্ঘটনা এড়াল ইউএস-বাংলার ফ্লাইট ◈ ভালোবাসার টানে বাংলাদেশে আসা চীনা নাগরিক বিয়ে না করে যে কারণে দেশে ফিরছেন ◈ দুই বি‌লিয়ন ডলা‌রে বিক্রি হবে আই‌পিএ‌লে বর্তমান চ‌্যা‌ম্পিয়ন  আরসিবি ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান হামলা: নিহত ১, আহত ৯ ◈ পিএসজিতে দুই মওসুম কাটা‌লেও মোটেও উপভোগ করেননি মেসি ◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২২, ০৮:০০ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২২, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফসল উৎপাদন বেড়েছে ৩ গুন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম

মঈন উদ্দিন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ‘এখন দেশে ফসল উৎপাদন আগের চেয়ে ৩ গুণ বেড়েছে। এখানে যারা আছেন আপনারা আপনাদের পিতা-মাতা, দাদা-দাদী ও বয়োজ্যেষ্ঠদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, এক সময় দেশ অত্যন্ত গরীব ছিল।’

রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা অধিদফতর কর্তৃক আয়োজিত রোববার (১৪ আগস্ট) দুপুরে জাতীয় শোক দিবসের এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এসময় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে দুস্থ মহিলাদের মাঝে এডিপি’র সহায়তায় ৫০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৪০ জন রোগীকে ৫০ হাজার টাকার ৪০টি অনুদানের চেক প্রদান করা হয় এবং ৪১ জন যুবককে যুব ঋণের চেক প্রদান করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ফসল উৎপাদনের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘এখন যে ফসল হয় আগে এর  তিন ভাগের এক ভাগ হতো। রাস্তাঘাট ছিল না, স্কুল ছিল না, স্কুল থাকলেও দেখা যেত স্কুলের ছাদ ছিল না। সেই অবস্থা এখন আর নেই। সব বদলে গেছে।’

জনগণের ভবিষ্যৎ সুযোগ-সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনা বলেছেন দেশের কোনও মানুষকে না খেয়ে থাকতে দেব না, গৃহহীন থাকতে দেব না। সেজন্য শেখ হাসিনা যে সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করেছেন তার-ই অংশ হিসেবে আজকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদেরকে অনুদান ও যুব ঋণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মো. ফকরুল ইসলাম বক্তৃতা করেন। এছাড়াও এসময় আ. লীগের স্থানীয় নেতৃবৃন্দ সহ প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদনা: হ্যাপী

  • সর্বশেষ
  • জনপ্রিয়