শিরোনাম
◈ ইতিহাসের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম ◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় : মির্জা আব্বাস 

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৫ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৬, ১১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুনরায় চালু হলো এনআইডি সংশোধন কার্যক্রম

দীর্ঘ প্রায় দুই মাস বন্ধ থাকার পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৫ জানুয়ারি) বিকেল থেকে এ সেবা আবারও সচল করা হয়েছে বলে জানিয়েছেন এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

তিনি জানান, ভোটার তালিকা হালনাগাদ ও অন্যান্য সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন হওয়ায় স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে এনআইডি সংশোধন সেবা পুনরায় চালু করা হয়েছে।

এনআইডি মহাপরিচালক বলেন, আমাদের ভোটার তালিকা সম্পূর্ণ হয়েছে। এখন স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসার অংশ হিসেবে আজ থেকে এনআইডি সংশোধন কার্যক্রম চালু করা হল।

কেন দীর্ঘদিন এ কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) ও ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইপিসিভি) ব্যবস্থাপনা নিয়ে বড় ধরনের কাজ চলছিল। পাশাপাশি পোস্টাল ভোটের নিবন্ধন এবং নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত করার প্রক্রিয়াও এ সময় চলমান ছিল। এসব কারণে সাময়িকভাবে এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ রাখা হয়।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এনআইডি সংক্রান্ত ভুল তথ্য প্রদান বা অনিয়ম ঠেকাতে গত বছরের ২৪ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এনআইডি সংশোধন কার্যক্রম স্থগিত রেখেছিল নির্বাচন কমিশন। নতুন নির্দেশনার মাধ্যমে এবার তা আবারও সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করা হলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়