আসন্ন ত্রয়েদশ জাতীয় নির্বাচনকে ঘিরে মনোনয়ন বাণিজ্য হচ্ছে কি না, তা অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কমিটি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক আক্তার হোসেন।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এক ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক আক্তার এ কথা জানান। তিনি বলেন, কেউ মনোনয়ন বাণিজ্যের অভিযোগ করলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করবে দুদক।
এ দিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের অভিযোগে জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এবং কুড়িগ্রাম-২ সংসদীয় আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
আক্তার হোসেন জানান, ওই নির্বাচনে পনির উদ্দিন আহমেদকে মনোনয়ন পাইয়ে দিতে ১ কোটি ৭০ লাখ টাকা ঘুষ নেন মশিউর রহমান রাঙ্গা। ঘুষ দিয়ে একই অপরাধ করেছেন পনির উদ্দিন। তাই তাকেও এ মামলায় আসামি করা হয়েছে।
এছাড়া, ৩ কোটি ৮৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৪২ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগের তথ্য প্রমাণ মেলায় ময়মনসিংহে দায়ের করা এক মামলায় সাবেক গৃহায়ণ গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেছে দুদক।
সূত্র: ইত্তেফাক