শিরোনাম
◈ টি-টোয়েন্টির বিধ্বংসী ওপেনার আমিরা‌তের ওয়া‌সিম‌কে দলে নি‌লো রাজশাহী ওয়া‌রিয়র্স ◈ ৪৪ গোল কর‌লেই হাজারের মাইলফলক, তার প‌রেই মাঠ ছাড়‌বেন রোনালদো  ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ◈ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো আজ জকসু নির্বাচন ◈ খালেদা জিয়ার জীবনাবসান: তিনবারের প্রধানমন্ত্রীর দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের ইতি ◈ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আগামীকাল খালেদা জিয়ার জানাজা: সালাহউদ্দিন আহমেদ ◈ চাপ, ষড়যন্ত্র ও আন্দোলনের মধ্যেও আপসহীন খালেদা জিয়া ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ◈ জরুরি বার্তা পেয়ে ঢাকায় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ◈ নতুন কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩৮ রাত
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক নজরে বাংলাদেশের গত ৩৫ বছরের জাতীয় নির্বাচনের ফলাফল

বিবিসি বাংলার প্রতিবেদন।। ১৯৯০ সালের ছয়ই ডিসেম্বর জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদের পতনের পর ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি দেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

আর তার মাধ্যমেই বাংলাদেশ গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছিল, এরপর গত প্রায় ৩৫ বছরে নানা ঘটনাবলীর মধ্য দিয়ে দেশে অনুষ্ঠিত হয়েছে সাতটি জাতীয় নির্বাচন।

চলুন এক নজরে দেখে নিই সেসব নির্বাচনের ফলাফলসমূহ...

যেসব প্রেক্ষাপটে হয়েছিল জাতীয় নির্বাচন
১৯৯১: সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদের পতনের পর এটিই প্রথম গণতান্ত্রিক নির্বাচন যেখানে সবগুলো রাজনৈতিক দল অংশ নেয়। ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তী সরকারের অধীনে এই নির্বাচনে বিএনপি জয়লাভ করে।

১৯৯৬: বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার যুক্ত করার পর এটিই প্রথম নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠন করে। নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে ১৯৯৬ সালের ১২ই জুন নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে একই বছরের ১৫ই ফেব্রুয়ারি একটি বিতর্কিত নির্বাচন করেছিল তৎকালীন ক্ষমতাসীন বিএনপি। আন্দোলনের মুখে ওই সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে সংসদ বিলুপ্ত করে দেয়া হয়।

২০০১: তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বিতীয় নির্বাচন। বিএনপির নেতৃত্বে জামায়াতে ইসলামীসহ চারদলীয় জোট নির্বাচনে জয়লাভ করে। দ্বিতীয়বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত হন খালেদা জিয়া।

২০০৮: সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দুই বছর ক্ষমতায় থাকার পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে আওয়ামী লীগ। এর আগে তত্ত্বাবধায়ক সরকার বিএনপি নেত্রী খালেদা জিয়া এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছিল, বাংলাদেশের রাজনীতিতে যেটিকে 'মাইনাস টু' ফর্মুলা বলা হয়। সেসময় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকেও গ্রেপ্তার করা হয়েছিল।

২০১৪: তত্ত্বাবধায়ক সরকার বাতিল করাকে কেন্দ্র করে বিরোধী দলগুলোর ব্যাপক আন্দোলনের মুখে এই নির্বাচন আয়োজন করে আওয়ামী লীগ। নির্বাচনটি বর্জন করে বিএনপি, জামায়াতে ইসলামীসহ অধিকাংশ বিরোধী দল। দেড়শর বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মত সরকার গঠন করে আওয়ামী লীগ।

২০১৮: আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপিসহ বিরোধী দলগুলো। তবে ব্যাপক কারচুপির অভিযোগে নির্বাচনটি বিতর্কিত হয়ে পড়ে এবং আওয়ামী লীগ জয়লাভ করে। বাংলাদেশের রাজনীতিতে পরবর্তীতে নির্বাচনটি 'রাতের ভোট' হিসেবে পরিচিত হয়।

২০২৪: আওয়ামী লীগের টানা ১৬ বছরের শাসনামলে অনুষ্ঠিত তৃতীয় এবং সর্বশেষ নির্বাচন। বিএনপি এই নির্বাচনটি বর্জন করে এবং একতরফা নির্বাচনে আওয়ামী লীগ আবারো বিজয়ী হয়। ওই বছরেই ২০২৪ সালের ৫ই অগাস্ট এক গণঅভ্যুত্থানে দলটি ক্ষমতাচ্যুত হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়