শিরোনাম
◈ ভারতে ফের সীমান্ত হত্যাকান্ড: মেঘালয়ে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত ◈ নির্বাচন নিয়ে কৌশলী বিএনপি, তারেক রহমান দেশে আসার পর জোরেশোরে মাঠে নামার পরিকল্পনা ◈ লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশু নিহত ◈ ভারতের ৪ বিশ্বকাপজয়ী ক্রিকেটার ২০২৬ টি-টোয়েন্টি দল থেকে বাদ! ◈ ওসমান হাদির মৃত্যুতে আজ সারাদেশে রাষ্ট্রীয় শোক ◈ ওসমান হাদি বাংলাদেশের রাজনীতিতে যেভাবে জরুরি হয়ে উঠেছিলেন ◈ সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ ও মেয়রের বাড়িতে আগুন ◈ হাদির হত্যাকাণ্ড রাজনীতিতে ভয়াবহ মোড়ের ইঙ্গিত: আলজাজিরার বিশ্লেষণ ◈ পা‌কিস্তা‌নের কা‌ছে পরা‌জিত হ‌য়ে যুব এ‌শিয়া কা‌পের সেমিফাইনাল থে‌কে বাংলাদেশের বিদায় ◈ বাংলাদেশ ইস্যুতে সংলাপ বজায় রাখার সুপারিশ, হাসিনার রাজনৈতিক ভূমিকা নয়: ভারত

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৫ রাত
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চেকের মামলা করতে জরুরি ৫টি নথি ও আইনি প্রস্তুতি

চেক ডিজঅনার বা প্রত্যাখ্যাত চেকের ঘটনায় আইনি ব্যবস্থা নিতে হলে কিছু গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য নথি সংরক্ষণে রাখা অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞ আইনজীবীদের মতে, সঠিক ও উপযুক্ত প্রমাণই চেক ডিজঅনার মামলায় জয়ের মূল চাবিকাঠি। তাই এ ধরনের মামলার প্রস্তুতির ক্ষেত্রে নিচে উল্লেখিত নথিগুলোর উপস্থিতি অপরিহার্য।

১. মূল চেক ও ডিজঅনার স্লিপ

অভিযুক্ত ব্যক্তির দেওয়া চেকটি মামলার প্রাথমিক ও প্রধান প্রমাণ হিসেবে বিবেচিত হয়। চেকটি ব্যাংকে জমা দেওয়ার পর যদি ‘পর্যাপ্ত ব্যালেন্স নেই’ উল্লেখ করে প্রত্যাখ্যান করা হয়, তাহলে ব্যাংক থেকে একটি ডিজঅনার স্লিপ দেওয়া হয়। মূল চেক ও ডিজঅনার স্লিপ—এই দুইটি নথিই চেক ডিজঅনার মামলার ভিত্তি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২. লিগ্যাল নোটিশের কপি

চেক প্রত্যাখ্যাত হওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে আইনি নোটিশ পাঠানো বাধ্যতামূলক। সাধারণত আইনজীবীর মাধ্যমে এই নোটিশ পাঠানো হয় এবং তার একটি কপি বাদীর কাছে সংরক্ষণে রাখতে হয়। অনেক ক্ষেত্রে পত্রিকার মাধ্যমে নোটিশ প্রকাশ করা হয়—সে ক্ষেত্রে সংশ্লিষ্ট পত্রিকার কাটিং সংযুক্ত রাখা উত্তম।

৩. ডাক বিভাগের রিসিপ্ট ও প্রাপ্তি স্বীকার রসিদ

নোটিশ পাঠানোর প্রমাণ হিসেবে ডাক বিভাগের রিসিপ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযুক্ত ব্যক্তি নোটিশ গ্রহণ করলে প্রাপ্তি স্বীকার রসিদ মামলাকে আরও শক্তিশালী করে। আর নোটিশ ফেরত এলে সেটির রিসিপ্টও প্রমাণ করে যে বাদী আইনি প্রক্রিয়া অনুসরণ করেই নোটিশ পাঠিয়েছেন।

৪. লেনদেন-সংক্রান্ত চুক্তিপত্র

চেক প্রদানের পেছনে যে আর্থিক লেনদেন বা সম্পর্ক রয়েছে, তা যদি কোনো চুক্তিপত্র বা স্ট্যাম্পে লিখিত থাকে, তাহলে মামলার ভিত্তি আরও দৃঢ় হয়। যেমন—ধারের চুক্তিপত্র, বিনিয়োগ সংক্রান্ত দলিল বা অন্যান্য আর্থিক নথি, যা লেনদেনের কারণ স্পষ্টভাবে ব্যাখ্যা করে।  

৫. প্রয়োজনীয় ডকুমেন্টসের সংক্ষিপ্ত তালিকা

চেক ডিজঅনার মামলার ক্ষেত্রে সাধারণত যেসব নথি অপরিহার্য—

  • মূল চেক
  • চেক ডিজঅনার স্লিপ
  • লিগ্যাল নোটিশের কপি
  • ডাক বিভাগের রিসিপ্ট
  • প্রাপ্তি স্বীকার রসিদ (যদি থাকে)
  • চুক্তিপত্র বা লেনদেন-সংক্রান্ত নথি

চেক ডিজঅনার মামলা একটি স্পর্শকাতর আর্থিক ও আইনি প্রক্রিয়া। যথাযথ প্রমাণ উপস্থাপন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস সংরক্ষণই এ ধরনের মামলায় সফলতার অন্যতম চাবিকাঠি। আইনজীবীদের মতে, উপরোক্ত নথিগুলো সঠিকভাবে উপস্থাপন করতে পারলে ন্যায়বিচার পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বৃদ্ধি পায়।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়