শিরোনাম
◈ ইরানের নতুন ড্রোন 'আরশ-২' ইসরাইল-আমেরিকার যেকোনো ঘাঁটি ধ্বংসের সক্ষমতা! ◈ ‌দে‌শের রাজনী‌তি চল‌ছে কোন প‌থে,  নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত ও এনসিপি কি সরকারের মুখােমুখি? ◈ ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে মামলা, হতে পারে জেল ◈ ব্রা‌জিল নভেম্বরে সেনেগাল ও তিউনিশিয়ার বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ খেলবে ◈ আগামী বছরের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত, শেষ জায়গা দখল করলো কারা?  ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি একাই ছাড়িয়ে চলেছে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মরক্কোর মোট রপ্তানি ◈ ইসি’র পরিকল্পনা: বড় জেলায় একাধিক রিটার্নিং কর্মকর্তা, দায়িত্ব জেলা প্রশাসকের হাতে ◈ জুলাই সনদ বাংলাদেশের জন্য একটা বিরাট মাইলফলক: খালেদা জিয়া ◈ বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক ◈ রাকসুর ৮ কেন্দ্রের ফল: ভিপি পদে প্রায় চারগুণ ভোটে এগিয়ে শিবিরের জাহিদ

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ০১:০৫ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনৈতিক দলগুলোর হাতে যাচ্ছে জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি

রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি পাঠাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এর মাধ্যমে আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

আজ (১৪ অক্টোবর) মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি পাঠানো হবে। এর আগে ১১ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর কাছে সনদের খসড়া পাঠানো হয়েছিল। কমিশন জানায়, চূড়ান্ত অনুলিপিতে মূল বিষয়বস্তুর কোনো পরিবর্তন আনা হয়নি, শুধু কিছু ভাষাগত সংশোধন করা হয়েছে।

আগামী শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ওই অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন। এতে ৩০টি রাজনৈতিক দল অংশ নেবে, প্রতিটি দল থেকে দুজন করে প্রতিনিধি সনদে সই করবেন। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ অন্যান্য দল ইতোমধ্যে তাদের প্রতিনিধিদের নাম কমিশনে পাঠিয়েছে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে ছয়টি কমিশন গঠন করে—সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন, পুলিশ এবং বিচার বিভাগ সংস্কার কমিশন। এসব কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন, যা ধাপে ধাপে ৩০টি দলের সঙ্গে সংলাপ করে জুলাই সনদের খসড়া প্রণয়ন করে।

জুলাই জাতীয় সনদ তিন ভাগে বিভক্ত—প্রথম ভাগে রয়েছে সনদের পটভূমি, দ্বিতীয় ভাগে ৮৪টি সংস্কার প্রস্তাব, আর তৃতীয় ভাগে রয়েছে ৭ দফা বাস্তবায়ন অঙ্গীকার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়