শিরোনাম
◈ ‌চি‌কিৎসক‌দের উন্নত প্রশিক্ষণের জন‌্য বিদেশে পাঠাচ্ছে বিসিবি  ◈ অ‌স্ট্রেলিয়ায় টপ এন্ড টি-২০ সি‌রি‌জে আজ বাংলা‌দেশ লড়‌বে পাকিস্তান শাহিনসের বিরু‌দ্ধে ◈ বাংলা‌দে‌শে খু‌নের ঘটনা প্রতি মাসেই বাড়‌ছে, কেন নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার ◈ পেনা‌ল্টি‌তে টটেনহ‌্যামকে হারি‌য়ে পিএসজির সুপার কাপ জয় ◈ ডাকাতি ঠেকাতে বানানো পুলিশ চেকপোস্টের টিন খুলে নিয়ে গেলো চোর! ◈ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ◈ ইতালি উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ২০ জনের মৃত্যু, বহু নিখোঁজ ◈ নির্বাচন করার ইচ্ছা আছে, এনসিপি’র হয়ে করবো কি-না সিদ্ধান্ত নেইনি: আসিফ মাহমুদ ◈ গুলশানে চাদাবাজিতে গ্রেফতারের আগে অপুর রেখে যাওয়া ভিডিও বার্তা ◈ পুলিশ ও উপদেষ্টার ভাইয়ের মামলা থেকে জামিনে মুক্তি পেলেন মুরাদনগর বিএনপির ১৩ নেতাকর্মী

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৫, ০৫:২৫ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাদা পাথর লুটপাটের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি

সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথরে লুটপাটের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগামী রোববারের মধ্যে তদন্ত প্রতিবেদনে দাখিল করতে বলা হয়েছে। 

এদিকে লুটপাটের ঘটনায় বুধবার সাদা পাথর এলাকায় অভিযান পরিচালনা করেছে দুদক। এসব ঘটনায় প্রভাবশালী ও স্থানীয় লোকজন জড়িত আছে এবং বাণিজ্যিক উদ্দেশ্যে পাথর গুলো অবৈধভাবে লুট করার প্রমাণ মিলেছে বলে জানায় দুদক।

জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানান, গঠন করা কমিটিতে প্রধান হিসেবে থাকবেন একজন অতিরিক্ত জেলা প্রশাসক। আগামী রোববারের মধ্যে তদন্ত প্রতিবেদনে উঠে আসবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও বিভিন্ন সুপারিশমালা।

এদিকে বেলা ১২টার দিকে সাদা পাথর এলাকায় অভিযান পরিচালনা করেছে দুদক। 

দুদক সিলেটের উপ পরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সালাম জানান, সাদা পাথরে লুটপাটের সাথে প্রভাবশালী ও স্থানীয় লোকজন জড়িত আছে। বাণিজ্যিক উদ্দেশ্যে পাথরগুলো অবৈধভাবে লুট করার প্রমাণ মিলেছে। আমরা এটা নিয়ে কাজ করছি। লুটপাটের সাথে জড়িতদের পরিচয় শনাক্ত করতে এখানে এসেছি।

এটির প্রতিবেদনে প্রধান কার্যালয়ে প্রেরণ করা হবে। যে অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।

গত বছরের ৫ আগস্ট পটপরিবর্তনের পর থেকেই প্রকাশ্যে লুটে নেওয়া হয় সাদাপাথরের পাথর। গত ১৫ দিনেই একেবারে বিরানভূমিতে পরিণত করা হয়েছে সাদা পাথরকে। এই সময়ে শত কোটি টাকার পাথর লুটে নেওয়া হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। কেবল পাথর নয়, নদী তীরের বালিও মাটি খুঁড়েও নিয়ে যাওয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়