শিরোনাম
◈ মার্কিন শুল্ক এড়াতে ও স্থানীয় বাজার দখলে ইন্দোনেশিয়ায় নজর চীনা বিনিয়োগকারীদের ◈ শেখ হাসিনাকে ফেরত চেয়ে নরেন্দ্র মোদি বরাবর চিঠি জাগপার ◈ ওর মাথার টুপিটি দেখতে পুরো মোরগের ঝুঁটির মতো, জয়া বচ্চনকে বললেন কঙ্গনা ◈ আমিরাতে একবছরে ৩২ রেমিট্যান্স যোদ্ধার আত্মহত্যা, কারন হতাশাগ্রস্ত প্রবাসী বাংলাদেশিরা! (ভিডিও) ◈ ‌চি‌কিৎসক‌দের উন্নত প্রশিক্ষণের জন‌্য বিদেশে পাঠাচ্ছে বিসিবি  ◈ অ‌স্ট্রেলিয়ায় টপ এন্ড টি-২০ সি‌রি‌জে আজ বাংলা‌দেশ লড়‌বে পাকিস্তান শাহিনসের বিরু‌দ্ধে ◈ বাংলা‌দে‌শে খু‌নের ঘটনা প্রতি মাসেই বাড়‌ছে, কেন নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার ◈ পেনা‌ল্টি‌তে টটেনহ‌্যামকে হারি‌য়ে পিএসজির সুপার কাপ জয় ◈ ডাকাতি ঠেকাতে বানানো পুলিশ চেকপোস্টের টিন খুলে নিয়ে গেলো চোর! ◈ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৫, ১০:৩২ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আজিয়াটাকে বাংলাদেশে ৫জি সেবা সম্প্রসারণের আহ্বান প্রধান উপদেষ্টার

মনিরুল ইসলাম: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মালয়েশিয়ার শীর্ষ টেলিকম প্রতিষ্ঠান আজিয়াটাকে বাংলাদেশে ৫জি সেবা চালু এবং দেশের ডেটা সেন্টারে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।

বাসস জানায়, কুয়ালালামপুরে প্রধান উপদেষ্টার অবস্থান করা হোটেলে আজিয়াটা প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস জোর দিয়ে বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতির জন্য উচ্চগতির ইন্টারনেট অপরিহার্য এবং বৈশ্বিক কোম্পানিগুলোকে ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণের জন্য বিনিয়োগ আকৃষ্ট করতে হবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার শীর্ষ টেলিযোগাযোগ অপারেটরদের জন্য আরও ব্যবসা-বান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে লাইসেন্সিং ব্যবস্থাগুলোকে সহজতর করছে।

সেলুলার অপারেটর রবি’র প্যারেন্ট কোম্পানি আজিয়াটা বারহাদ গ্রুপের সিইও বিবেক সুদ জানান, কোম্পানিটি বাংলাদেশে ৫জি ট্রায়াল সম্পন্ন করেছে। তবে পূর্ণাঙ্গ ৫জি সেবা বাস্তবায়নের জন্য দেশের ফাইবার অপটিক নেটওয়ার্কের সম্প্রসারণ অপরিহার্য।

সুদ বলেন, রবি সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে বছরে প্রায় ২০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে এবং ৫জি সেবা চালু করতে আগ্রহী রয়েছে।

তবে তিনি ব্যয়বহুল স্পেকট্রাম ফি এবং বিচ্ছিন্ন লাইসেন্সিং ব্যবস্থাকে বিদেশি অপারেটরদের বিনিয়োগের সিদ্ধান্তে প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করেন। এছাড়া, আজিয়াটা বাংলাদেশে ডেটা সেন্টারের জন্য যৌথ উদ্যোগে অংশগ্রহণের ক্ষেত্রেও আগ্রহী বলে জানান সুদ।

অধ্যাপক ইউনূস বেসরকারি খাত এবং নিয়ন্ত্রকদের মধ্যে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কাছাকাছি আসা এবং একে অপরকে বোঝা।’
আজিয়াটা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আজিয়াটা গ্রুপের চেয়ারম্যান এবং ইন্ডিপেন্ডেন্ট নন-এক্সিকিউটিভ ডিরেক্টর শাহরিল রিদজা রিদজুয়ান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

এছাড়া বৈঠকে অংশ নেন আজিয়াটা গ্রুপের প্রধান নিয়ন্ত্রক ও সরকারি বিষয় সংক্রান্ত কর্মকর্তা ফুঙ চি কিয়ং এবং গ্রুপের প্রধান ব্যবসা ও প্রযুক্তি কর্মকর্তা থমাস হান্ডট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়