শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ১৮ জুন, ২০২৫, ০২:০৫ দুপুর
আপডেট : ০৭ জুলাই, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সংবেদনশীল দায়িত্ব পালনে জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের আহ্বান প্রধান উপদেষ্টার

মনিরুল ইসলাম: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্যান্য বাহিনীর তুলনায় স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) দায়িত্ব অধিকতর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। তিনি বলেন, “আমি এসএসএফের পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে সন্তুষ্ট।”

আজ বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এসএসএফের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘প্রধান উপদেষ্টার দরবার’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা এসএসএফ সদস্যদের জনসংযোগ ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য রক্ষা করে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, “বর্তমানে বিশ্বজুড়ে নিরাপত্তা হুমকির ধরন দ্রুত পরিবর্তন হচ্ছে। শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হলেও এসএসএফ দক্ষতার সঙ্গে তা করছে।”

তিনি জানান, পূর্বের নিয়ম অনুযায়ী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি ফ্লাইটের জন্য এক ঘণ্টা ফ্লাইট অপারেশন বন্ধ রাখার বিধিনিষেধ তিনি তুলে দিয়েছেন, যাতে সাধারণ যাত্রীদের ভোগান্তি কমে।

এসএসএফকে আরও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে সেনা, নৌ, বিমান, পুলিশ ও আনসার বাহিনী থেকে চৌকস সদস্য প্রেরণের জন্য সংশ্লিষ্ট বাহিনী প্রধানদের প্রতি কৃতজ্ঞতা জানান ড. ইউনূস।

তিনি বলেন, “এসএসএফ সদস্যদের চারিত্রিক দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলী ধারণ করতে হবে। পাশাপাশি রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

বক্তব্যের শেষে প্রধান উপদেষ্টা এসএসএফ মহাপরিচালক ও সব সদস্যকে ধন্যবাদ জানান এবং বাহিনীর উত্তরোত্তর উন্নতি কামনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী বক্তব্য দেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, তিন বাহিনী প্রধান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, পুলিশের মহাপরিদর্শকসহ জ্যেষ্ঠ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়