শিরোনাম
◈ বজ্রসহ বৃষ্টির আভাস দেশজুড়ে, ১০টি পদক্ষেপ গ্রহণের পরামর্শ  আবহাওয়া অধিদপ্তরের  ◈ বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন: জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ ◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত ◈ ভারতীয় যুদ্ধবিমান তাড়ানোর দাবি পাকিস্তানের, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা ◈ বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর ◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো..

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ১১:১২ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

ভিসার উচ্চ চাহিদার কারণে যাত্রার ৪৫ দিন আগে ভিসার আবেদন করতে বলল থাই দূতাবাস

থাইল্যান্ড যেতে আগ্রহীদের যাত্রার তারিখের কমপক্ষে ৪৫ দিন আগে ভিসার আবেদন করতে বলেছে দেশটির ঢাকাস্থ দূতাবাস। ভিসার উচ্চ চাহিদার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়্যাল থাই দূতাবাস।

আবেদন ফরম জমা দেওয়ার আগে পাসপোর্টের মেয়াদ এবং ব্যক্তিগত তথ্য, যেমন—নামের বানান, লিঙ্গ ও জন্ম তারিখ সঠিকভাবে যাচাই করে নিতে বলা হয়েছে। যাদের আবেদন ফরমে পাসপোর্টের তথ্যের সঙ্গে ব্যক্তিগত তথ্যের অমিল থাকবে এবং যাদের পাসপোর্টের মেয়াদ ৬ মাসের কম হবে, তাদের আবেদন বাতিল করা হবে।

দূতাবাসের পক্ষ থেকে আরও বলা হয়, ই-ভিসা ওয়েবসাইটে যে নথিপত্রের প্রয়োজন নেই, সেগুলি বাধ্যতামূলক নয়। তবে, আবেদনকারীরা তাদের আবেদন দ্রুত অনুমোদন পাওয়ার জন্য যেসব অতিরিক্ত নথিপত্র প্রদান করতে চান, সেগুলো দিতে পারেন। এসব নথির মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে—ব্যাংক স্টেটমেন্ট, বাণিজ্য লাইসেন্স ও পূর্ববর্তী থাই ভিসা।

নতুন এই পদ্ধতিতে সব আবেদনকারীরা এখন তাদের আবেদনপত্র জমা দিয়ে, নিজেদের সুবিধামতো অনলাইন পেমেন্ট করতে পারবেন। পেমেন্টের সময়সীমা দূতাবাসের কার্যদিবসগুলোতে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত।

থাই দূতাবাস জানিয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি থেকে নতুন এই পদ্ধতি পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। গত ৯ মার্চ থেকে দৈনিক ভিসা আবেদন জমা নেওয়ার কোটা বন্ধ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়