শিরোনাম
◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ ◈ অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত ◈ রেকর্ড দামের পর স্বর্ণের বড় দরপতন ◈ আ. লীগের এমপি-মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ কারাগার! (ভিডিও) ◈ দেড় হাজার স্কুলকে বিশাল সুখবর দিল সরকার ◈ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ১২ জুন প্রথম ম্যাচ ◈ এবার ভারতে ব্লক করা হলো পা‌কিস্তানী ক্রীড়া‌বিদ আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৫৭ বিকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

চোরাই স্বর্ণালংকার উদ্ধারসহ গ্রেফতার ৩ 

মাসুদ আলম : সবুজবাগের মায়াকাননে একটি বাসার দরজার তালা ভেঙে চুরির ঘটনায় স্বর্ণাংলকার উদ্ধারসহ চোর চক্রের তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির সবুজবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-  মোঃ আনোয়ার(৩২),  মোঃ ফরিদ হাওলাদার(৩৩) ও মোঃ মিলন(৩৭)।

শুক্রবার  মুগদা ও সবুজবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

শনিবার সবুজবাগ থানা সূত্রে জানা যায়, সবুজবাগের মায়াকাননের ২৯/ডি নং রোডের একটি বাসার ভাড়াটিয়া দম্পতি গত ৩০ ডিসেম্বর ২০২৪  সকালে অফিসে চলে যান। বিকেলে স্ত্রী বাসায় এসে দেখেন মূল দরজার তালা ভাঙ্গা। তিনি দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখতে পান ঘরের কাপড়-চোপড় ও মালামাল এলোমেলো ও আলমারিতে রাখা চার জোড়া স্বর্ণের কানের দুল, চারটি স্বর্ণের গলার হার, দুটি স্বর্ণের আংটি, একটি ব্রেসলেট, যার সর্বমোট ওজন আনুমানিক সাত ভরি ও একট রূপার হার, একজোড়া নূপুর, একটি মোবাইল ফোন এবং নগদ ৮০ হাজার টাকা নেই। এ ঘটনায় গত ৭ জানুয়ারি  স্বামী খায়রুল কবির সুমন এর অভিযোগের প্রেক্ষিতে সবুজবাগ থানায় একটি চুরির মামলা করা হয়।

থানা সূত্রে আরো জানা যায়, তদন্তাধীন এ মামলার ঘটনাস্থলসহ আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে শুক্রবার বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ আনোয়ার হোসেন ও মোঃ ফরিদ হাওলাদারকে মুগদার দক্ষিণ মান্ডা লেটকা ফকিরের গলির একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে চুরির কাজে তালা ভাঙায় ব্যবহৃত একটি রেঞ্জ, একটি খুর ও একটি কেঁচি উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত আনোয়ার ও ফরিদের দেয়া তথ্যমতে চোরাই স্বর্ণ কেনার অভিযোগে নন্দিপাড়া গার্মেন্টস গলির মা জুয়েলার্স হতে মোঃ মিলনকে গ্রেফতার করা হয়। এ সময় মিলনের কাছ থেকে ক্রয়কৃত চোরাই স্বর্ণালংকার থেকে ১.১০ ভরি গলিত স্বর্ণ ও বানানো স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে ও চুরি হওয়া স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়