শিরোনাম
◈ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ◈ আজ ভারত থেকে দেশে ফিরছে ৩০ বাংলাদেশি নারী-পুরুষ ◈ প্রকাশ্যে নৃশংস খুনের বৃদ্ধিতে জনমনে আতঙ্ক: রাজনৈতিক অস্থিরতা ও আন্ডারওয়ার্ল্ডের দাপটে বাড়ছে টার্গেট কিলিং ◈ রাজ‌নৈ‌তিক অঙ্গ‌ণে জল্পনা কল্পনা, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দে‌শের রাজনীতিতে কী প্রভাব ফেলবে? ◈ ফুটবলাররা তরুণদের অনুপ্রেরণা, শৃঙ্খলা–ঐক্য থাকলে সবই সম্ভব: তারেক রহমান ◈ সাভারে সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কারখানায় লুটের চেষ্টার অভিযোগ ◈ যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন অধ্যাপক আলী রীয়াজ ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে ট্রাম্পের পরিকল্পনা জাতিসংঘে পাস, হামা‌সের প্রত‌্যাখান ◈ আড়াই বছর পর ক‌্যাম্প ন‌্যু‌য়ে ফিরে বার্সেলোনা শ‌নিবার ম‌্যাচ খেল‌বে ◈ বড় রাজনৈতিক দলের নেতারা মানছেন না নির্বাচনী আচরণবিধি, কঠোর হওয়ার পরামর্শ

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৫, ১০:৪৪ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আগস্টে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন করবে সরকার

মনিরুল ইসলাম: চলতি বছরের আগস্টে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন করবে সরকার। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারডিয়া সিম্পসন প্রধান উপদেষ্টার সঙ্গে তার বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা জানান। এ সময় তিনি নারডিয়া সম্পসনকে সে অনুষ্ঠানে আমন্ত্রণ জানান।

 বৈঠকে প্রধান সংস্কার কমিশনগুলোর সংস্কার রিপোর্ট পাওয়ার পর সরকার জাতীয় ঐক্যমত গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে বলেও জানান। এ সময় সিম্পসন অন্তর্বর্তী সরকার ও এর সংস্কার উদ্যোগে অস্ট্রেলিয়ার সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। বৈঠকে হাইকমিশনার বিগত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনার বর্ণনা করেন এবং দুই দেশের পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশের মানুষ অনেক উদার ও অতিথিপরায়ন মন্তব্য করে হাইকমিশনার বলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের যাত্রাটা ছিল আবেগপূর্ণ। এখানে আমার চার বছরের দায়িত্বপালন ছিল খুবই চমৎকার। এ সময় প্রধান উপদেষ্টা নারডিয়া সিম্পসনকে জুলাই-আগস্ট অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে আমন্ত্রণ জানান। যেটি এ বছর অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সরকার সব কূটনীতিককে আমন্ত্রণ জানাবে যারা ছাত্র নেতৃত্বাধীন অভ্যুত্থানের সময় বাংলাদেশে কর্মরত ছিলেন। এ সময় প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়