শিরোনাম
◈ নুসরাত ফারিয়া গ্রেপ্তার নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি চলবে, কোনো মেয়াদ নেই ◈ বাংলাদেশিদের জন্য সহজ হলো কুয়েতের ভিসা! ◈ উত্তপ্ত পরিস্থিতি, ঘরবাড়ি ভাঙচুর, ঝিনাইদহে সংঘর্ষে আহত ২ শতাধিক (ভিডিও) ◈ বাণিজ্য ঘিরে পাল্টাপাল্টি অবস্থানে বাংলাদেশ-ভারত! ◈ যে কারণে রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৬ নেতাকর্মীর পদত্যাগ ◈ ব্লকেডে আটকা নগর ভবন, পঞ্চম দিনের মতো বিক্ষোভে ইশরাক সমর্থকরা ◈ নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য: মোস্তফা সরয়ার ফারুকী ◈ পা‌কিস্তা‌নের স‌ঙ্গে খেলা এড়া‌তে এশিয়া কাপ থে‌কে স‌রে দাঁড়া‌লো ভারত ◈ নুসরাত ফারিয়া গ্রেপ্তারকৃত মামলায় রয়েছে যেসব তারকার নাম! (ভিডিও)

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৪, ১১:২০ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেনেহিঁচড়ে বের করে দেওয়া হলো ঢাকা ওয়াসার দুই ডিএমডিকে

ঢাকা ওয়াসার দুই উপব্যবস্থাপনা পরিচালককে (ডিএমডি) প্রতিষ্ঠানের ভবন থেকে বের করে দিয়েছেন বিএনপিপন্থি শ্রমিক-কর্মচারীরা। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। তাদের শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগও পাওয়া গেছে। 

ওই দুই কর্মকর্তা হলেন– ডিএমডি একেএম শহিদ উদ্দিন (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) ও মো. আকতারুজ্জামান (ফিন্যান্স)। 

এই ঘটনার আগে কর্মচারীরা ওই দুই কর্মকর্তাকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এবং ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের দোসর হিসেবে অভিযুক্ত করেন। পরে পদত্যাগ দাবিতে অর্ধশতাধিক কর্মচারী তাদের কক্ষের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা দুই ডিএমডিকে কক্ষ থেকে টেনেহিঁচড়ে বের করে ভবনের সামনের রাস্তায় নিয়ে আসেন বলে অভিযোগ। পরে তারা এমডির কক্ষের সামনে গিয়েও বিক্ষোভ করেন।

এ সময় বিএনপিপন্থি সিবিএর সভাপতি আজিজুল আলম খান ও সাধারণ সম্পাদক মনির হোসেন পাটোয়ারী বক্তব্য দেন। তাদের ইন্ধনেই এ ঘটনা ঘটে বলে অভিযোগ। তবে আজিজুল আলম খান দাবি করেন, ঘটনার সময় তিনি ছিলেন না। খবর পেয়ে ওয়াসা ভবনে পৌঁছান। আর কর্মচারীরা দুই কর্মকর্তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেননি, বরং সসম্মানে তাদের গাড়িতে তুলে দিয়েছেন।

এ বিষয়ে ঢাকা ওয়াসার এমডি ফজলুর রহমান বলেন, মন্ত্রণালয়ের কাজের কারণে তিনি গতকাল ওয়াসা ভবনে যেতে পারেননি। তবে শুনেছেন কয়েকজন কর্মী দু’জন ডিএমডির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। 

এ বিষয়ে দুই ডিএমডিকে কল করা হলেও তারা রিসিভ করেননি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়