শিরোনাম
◈ উত্তপ্ত পরিস্থিতি, ঘরবাড়ি ভাঙচুর, ঝিনাইদহে সংঘর্ষে আহত ২ শতাধিক (ভিডিও) ◈ বাণিজ্য ঘিরে পাল্টাপাল্টি অবস্থানে বাংলাদেশ-ভারত! ◈ যে কারণে রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৬ নেতাকর্মীর পদত্যাগ ◈ ব্লকেডে আটকা নগর ভবন, পঞ্চম দিনের মতো বিক্ষোভে ইশরাক সমর্থকরা ◈ নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য: মোস্তফা সরয়ার ফারুকী ◈ পা‌কিস্তা‌নের স‌ঙ্গে খেলা এড়া‌তে এশিয়া কাপ থে‌কে স‌রে দাঁড়া‌লো ভারত ◈ নুসরাত ফারিয়া গ্রেপ্তারকৃত মামলায় রয়েছে যেসব তারকার নাম! (ভিডিও) ◈ রিয়াল মাদ্রিদের জয়, হে‌রে গে‌লো বা‌র্সেলোনা  ◈ অনেক দেশ কেন বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ করেছে? (ভিডিও) ◈ নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ, জামিন শুনানি ২২ মে

প্রকাশিত : ১৯ মে, ২০২৫, ১২:১৪ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেকৃবিতে সাদা দলের সভাপতি অধ্যাপক আবুল বাশার, সম্পাদক ড. নূর মহল বানু 

মোহাম্মদ আবুল বাশার ও মোছাঃ নূর মহল আখতার বানু

মনিরুল ইসলাম : শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দলের ২০২৪-২৫ সালের জন্য ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হয়েছেন— বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার এবং সাধারণ সম্পাদক হয়েছেন কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. নূর মহল আখতার বানু।

রোববার (১৮ মে) রাতে শেকৃবি সাদা দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাদা দলের ২০২৪-২৫ সালের নতুন কমিটি গঠনের লক্ষ্যে গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত সার্চ কমিটির সভায় মনোনয়ন এবং ১৮ মে (রোববার) তারিখের সাধারণ সভায় ২১ সদস্যবিশিষ্ট এই কমিটি অনুমোদিত হয়।

কমিটিতে সহসভাপতি হয়েছেন— কৃষি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান সরকার ও অ্যাগ্রিকালচারাল বোটানি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুব ইসলাম। কোষাধ্যক্ষ হিসেবে কৃষি পরিসংখান বিভাগের অধ্যাপক মো. আব্দুল লতিফ; যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আশরাফী হোসেন এবং উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. জসিম উদ্দিন।

এছাড়া যুগ্ম কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো. আব্দুলাহেল বাকী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. খাদিজা আক্তার, প্রচার সম্পাদক হিসেবে অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির, যুগ্ম প্রচার সম্পাদক অধ্যাপক ড. এস এম মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।

কমিটিতে সদস্য হয়েছেন— অধ্যাপক ড. মো. রজ্জব আলী, অধ্যাপক মো. নুরউদ্দীন মিয়া, অধ্যাপক ড. এফ এম আমিনুজ্জামান, অধ্যাপক ড. জামিলুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. মো. জাহিদুর রহমান, অধ্যাপক ড. মো. আব্দুর রহিম এবং অধ্যাপক ড. মোহাম্মদ জামশেদ আলম।▫️

  • সর্বশেষ
  • জনপ্রিয়