শিরোনাম
◈ বাজেটে দুর্বল পরিকল্পনা ও কর ব্যবস্থায় গলদ, সংস্কারে জোর তাগিদ সিপিডির ◈ রাষ্ট্র সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের ডাক এনসিপির, তুলে ধরা হলো ৭ দৃষ্টিভঙ্গি ◈ মে‌হেদী মিরাজ‌কে পা‌কিস্তান সুপার লি‌গে খেলার অনু‌মো‌তি দি‌লো বি‌সি‌বি ◈ ভারতে পালানোর সময় বেনাপোলে কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক জামিল গ্রেফতার ◈ আমরা সংস্কার চাই,তবে সেটি অবশ্যই প্রয়োজন এবং সক্ষমতা অনুযায়ী হতে হবে : নজরুল ইসলাম খান ◈ শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি নিয়ে সুখবর দিলেন পরিকল্পনা উপদেষ্টা ◈ ‘অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক’ পদে পদোন্নতি পেলেন ১২ পুলিশ কর্মকর্তা ◈ আ.লীগ ছাড়া নির্বাচনের প্রশ্নে উত্তর দেওয়ার সময় আসেনি, বললেন ইসি মাছউদ ◈ নুসরাত ফারিয়া গ্রেপ্তার নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি চলবে, কোনো মেয়াদ নেই

প্রকাশিত : ১৯ মে, ২০২৫, ১২:৫৫ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে বাজারে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে: ঢাকার ধামরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ টি দোকান ঘর পুড়ে হয়ে গেছে। আগুনে পুড়ে দুটি দোকানের প্রায় ২০ লক্ষ  টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। রবিবার (১৮মে) দিনগত ১২টার দিকে ধামরাই পৌরশহরের ধামরাই বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজনসহ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

ধামরাই বাজারের ব্যবসায়ী মীর আকিব আলী সাংবাদিকদের জানান, মধ্যরাতে ধামরাই বাজারের  ময়ূরী বস্ত্রালয় নামক একটি দোকান থেকে সর্ট সার্কিট এর মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকান স্বদেশ বস্ত্রালয়ে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ০২টি দোকান-ঘর পুড়ে গেছে, অনেক টাকার মালামাল ক্ষতি হয়েছে। 

ময়ূরী বস্ত্রালয়ের মালিক আব্দুস সালাম  কান্না বিজড়িত কন্ঠে জানায়, বিদ্যুতের আগুনে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।  দুই থেকে আড়াই লাখ টাকার মাল সরানো হয়েছে। বাকি সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।  দোকানে প্রায় ২০লাখ টাকার মালামাল ছিল। এসময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

ধামরাই বাজার বণিক সমিতির সভাপতি ও স্বদেশ বস্ত্রালয়ের মালিক আদম আলী জানান, ময়ূরী বস্ত্রালয়  থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে তার দোকানে ছড়িয়ে পড়ে এবং দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। দোকানে প্রায়২৫ লাখ টাকার মালামাল ছিল।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ সোহেল রানা জানায়, ধামরাই বাজারের রাস্তা মেরামতের কাজ চলমান থাকায় বিকল্প রাস্তায় ঘটনাস্থলে আসার চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে দূর থেকেই পাইপের মাধ্যমে পানি দিয়ে আগুন নিভানো হয়েছে। দুটি দোকানের মালামালই পুড়ে ছাই হয়ে গেছে।  তবে ক্ষতির পরিমান তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমেই আগুনের সূত্রপাত হয়েছে।

ধামরাই থানার পুলিশ জানায়, বাজারে নিয়মিত টহল ডিউটি করছিলাম। হঠাৎ করে পুড়া গন্ধ ও ধোয়া দেখতে পেলে ফোন করে বিদ্যুৎ এর সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। দুটি দোকানের প্রায় সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।  তবে ক্ষতির পরিমান জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়