শিরোনাম
◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৩০ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষে নির্বাচন: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কারকাজ করা এবং প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচন আয়োজন করবে সরকার। অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই বলেও এসময় মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা। সেখানেই জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকেকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচন নিয়ে এ মন্তব্য করেছেন ড. ইউনূস।

সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাজ দ্রুততম সময়ে সংস্কার সম্পন্ন করা এবং যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা। তিনি স্পষ্ট করে এও বলেন, ‘ব্যর্থতা এমন একটি জিনিস, যা আমরা মেনে নিতে পারবো না।’

প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারে শেখ হাসিনার সরকার পতনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী শিক্ষার্থীদের কথা তুলে ধরে বলেন, তরুণ প্রজন্মের কিছু সদস্য তাদের জীবন উৎসর্গ করেছেন এই বিপ্লবের সময়ে। এসময় ড. ইউনূস নীতি প্রণয়নে তরুণ প্রজন্মকে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

এছাড়া ড. ইউনূস বাংলাদেশের বৃহত্তমদাতা দেশ জাপানের সমর্থন প্রত্যাশা করেছেন। ইউনূস উল্লেখ করেন, ‘এই অত্যন্ত সংকটময় সময়ে’ বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় জাপানের সহযোগিতা অত্যন্ত প্রয়োজনীয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়