শিরোনাম
◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ ◈ অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত ◈ রেকর্ড দামের পর স্বর্ণের বড় দরপতন ◈ আ. লীগের এমপি-মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ কারাগার! (ভিডিও) ◈ দেড় হাজার স্কুলকে বিশাল সুখবর দিল সরকার ◈ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ১২ জুন প্রথম ম্যাচ ◈ এবার ভারতে ব্লক করা হলো পা‌কিস্তানী ক্রীড়া‌বিদ আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:৫৬ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার নির্দেশনা

মাসুদ আলম:  অবশেষে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ ও অবসরের বয়সসীমা ৬৫ করা হচ্ছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। 

এতে বলা হয়েছে, ‘এ বিষয়ের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধির সম্পৃক্ততা থাকায় সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

প্রসঙ্গত, কয়েক বছর ধরেই চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলন করে আসছিলেন চাকরিপ্রাথীরা। অধিকার আদায়ে তারা মানবন্ধন, অবরোধ, ঘেরাও ইত্যাদি কর্মসূচি পালন করেন। কিন্তু, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার তাদের দাবিকে পাত্তা না দিয়ে বয়স না বাড়ানোর সিদ্ধান্তে অনড় থাকে। 

শেখ হাসিনার সরকারের পতনের পর ৩৫ বছর প্রত্যাশীরা ফের মাঠে নামে। তাদের পক্ষ থেকে বলা হয়, কোটা সংস্কার আন্দোলন সফল করে সরকারের পতন ঘটিয়েছে ছাত্র-জনতা। তাই চাকরিতে বয়স বৃদ্ধির দাবিও যৌক্তিক। ছাত্র-জনতা সমর্থিত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকায় দাবি মেনে নেয়া হবে বলে আমরা আশাবাদী। আমরা আন্দোলনের মাধ্যমে এ সরকারের মনোযোগ আকর্ষণ করে দ্রুত দাবির বাস্তবায়ন চাই। 

অবশেষে অন্তর্বর্তী সরকার গঠনের দেড় মাসেরও কম সময়ের মধ্যে তাদের দাবি মানা হলো। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়