শিরোনাম
◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৪, ০৩:২০ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রশ্ন করতে শিখুন, অন্তত বুঝুন নিজের অবস্থানটাকে

কাকন রেজা 

কাকন রেজা: দৈনিক সমকালের শিরোনাম, ‘নির্বাহী বিভাগের কাছে সিদ্ধান্ত চান কোটা আন্দোলনকারীরা’। প্রশ্ন করতে শিখুন, নির্বাহী বিভাগের প্রধান যখন বলছেন আইনের কথা, তখন কেন আন্দোলনকারীরা সিদ্ধান্ত চাইছে নির্বাহী বিভাগের কাছেই। প্রশ্ন করতে শিখুন, যদি দেশের রাজনৈতিক সংঘাতের প্রধান বিষয় ‘তত্ত্বাবধায়ক সরকার’ বিচার বিভাগের রায়ে বাতিল হতে পারে, তবে কেন আন্দোলনকারীরা কোটা বিষয়ে আদালতের উপর নির্ভর করতে চাইছে না। প্রশ্ন করতে শিখুন, আদালত স্থিতাবস্থা দেবার পরও কেন আস্থা পাচ্ছে না শিক্ষার্থীরা। 

প্রশ্ন করতে শিখুন, পিএসসির প্রশ্নপত্রের ফাঁসের দায় কার কার নিতে হবে। শুধুমাত্র গাড়িচালকে ট্রল করেই কি সব সমস্যার সমাধান সম্ভব? প্রশ্ন করতে শিখুন, কারা কারা প্রশ্নফাঁসে নিয়োগ পেয়েছে। তাদের চাকরি জীবনের দেয়া সিদ্ধান্ত, বেতন ও অন্যান্য সুবিধার নামে তাদের পকেটে ঢোকা সরকারি টাকা এসবের কী হবে? প্রশ্ন করতে শিখুন, কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে চাকরি নিশ্চিত করার প্রচেষ্টাই কি ছাত্র সমাজের একমাত্র লক্ষ্য? প্রশ্ন করতে শিখুন, ৫২ ও ৬৯ এর আন্দোলনের ছাত্রসমাজের ভূমিকা কী ছিলো? স্বৈরাচার বিরোধী আন্দোলনে মুখ্য ভূমিকা কাদের ছিলো, ছাত্র সমাজের নয় কি? 

বলি, প্রশ্ন করতে শিখুন। প্রশ্ন করার লাভ দ্বিমুখী। নিজে শেখা যায়, অপরকেও মনে করিয়ে দেয়া যায়, তাদের কর্তব্য ও অবস্থান। এই যে ধরুণ চীন সফরে বিতর্কিত টেক জায়ান্ট হুয়াওয়ের সাথে চুক্তির কথা। পশ্চিমা বিশ্ব, যারা আমাদের উৎপাদিত পণ্যের ক্রেতা। যেখানে আমাদের বাজার, সেখান থেকে আমাদের আয় হয়। সেই বিশ্বের নিষেধাজ্ঞা রয়েছে যে প্রতিষ্ঠানের উপর তার সাথে চুক্তিতে আমাদের লাভ-লোকসান কতটা, এসব নিয়েও প্রশ্ন করতে শিখুন। প্রশ্ন করতে শিখুন, বাংলাদেশের উপর ভারতের রেল চলাচলের টার্মটি কী, এটা কী করিডোর নাকি ট্রানজিট। করিডোর আর ট্রানজিটের পার্থক্যটা প্রশ্ন করে জেনে নিন।

প্রশ্ন করুন, এক্ষেত্রে আমাদের লাভ-লোকসান নিয়ে। প্রশ্ন করুন, এখন পর্যন্ত আমরা ভারতকে যা দিয়েছি, তার বিপরীতে আমাদের প্রাপ্তি কী? প্রশ্ন করুন, ভারত নির্বাচনে সহায়তা করেছে, তার লাভ উঠেছে শাসকদলের ঘরে, বিপরীতে আমজনতার ঘরে কী উঠলো? ইসলামের ঈমানের সবচেয়ে দুর্বল অংশ হলো মনে মনে প্রতিবাদ করা। যদি দুর্বল হন প্রশ্নটা অন্তত নিজেকেই মনে মনে করুন। তবুও তো নিজের মনকে বোঝাতে পারবেন কিংবা বুঝতে পারবেন আপনার অবস্থানটাকে। 
লেখক : সাংবাদিক ও কলাম লেখক

  • সর্বশেষ
  • জনপ্রিয়