শিরোনাম
◈ কালকের মধ্যে জুলাই সনদের আদেশ না হলে ১১ নভেম্বর ঢাকায় জনস্রোত হবে: ইসলামি ৮ দলের হুঁশিয়ারি ◈ পুঁজিবাজারে বড় ধাক্কা: একীভূত প্রক্রিয়ায় পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত ◈ আমরা সরকারের চালাকি বুঝি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: ডা. তাহের ◈ বিএনপিতে যোগদান নিয়ে যা জানালেন স্নিগ্ধ ◈ সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিল হাইকোর্ট ◈ সিরীয় বংশোদ্ভূত জোহরান মামদানির স্ত্রী রামা দুয়াজি এখন বিশ্বজুড়ে আলোচনায় ◈ জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক বিভাজন গভীরতর: তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের সময়কালেই মূল অচলাবস্থা ◈ পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামায়াতসহ আট ইসলামি দলের যমুনা অভিমুখে পদযাত্রা শুরু ◈ আলী রীয়াজ নয় মাসে ৮৩ কোটি টাকা খরচ করে পালিয়েছে: মোশাররফ আহমেদ ঠাকুর (ভিডিও) ◈ ডিবি হারুনকে সরাতে শেখ হাসিনার নির্দেশ, দায় চাপালেন স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর: ওবায়দুল কাদের-হারুন অডিও ফাঁস

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০৬:৫৪ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেসরকারি শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ তিন বছর ও বয়সসীমা ৩৫ নির্ধারণ: এনটিআরসিএ

মুযনিবীন নাইম: [২] বেসরকারিভাবে শিক্ষক হিসেবে নিবন্ধিত সনদের মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন বছর। আর বয়স সর্বোচ্চ ৩৫ বছর। এ দু'টির কোনো একটি শর্ত পূরণ না হলে ব্যক্তির নিয়োগের সুপারিশ করার সুযোগ নেই বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। 

[৩] বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে তারা। তবে চাকরির শর্ত পূরণের বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছে এনটিআরসি।

[৪] বেসরকারিভাবে শিক্ষক নিয়োগে নিবন্ধন ও প্রত্যয়ন নিয়ম ২০০৫ সাল থেকে চালু করে সরকার। এখন পর্যন্ত এই নিয়মে ১ লাখ ১৩ হাজার ৩৩৩ জন শিক্ষক বেসরকারিভাবে নিয়োগে সুপারিশ করা হয়েছে।

[৫] বর্তমানে ৯৬ হাজার ৭৩৬টি শূন্য পদ পূরণের লক্ষ্যে চলতি বছরের মার্চে পঞ্চমবারের মতো গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই সাথে সর্বশেষ জুনে ২২ হাজার ৩৩ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নিয়োগের সুপারিশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ।

[৬] শিক্ষক নিয়োগের জন্য ২০১৫ সালে এনটিআরসিএকে সুপারিশের সক্ষমতা দেয়া হলে বিভিন্ন বিষয়ে মামলা করেন প্রার্থীরা। সেসব মামলায় বিভিন্ন সময়ের রায়ের বিপরীতে আপিল করে সংস্থাটি।

[৭] এতে কোর্ট সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী কয়েকটি নিয়ম বেধে দেয়। যেখানে সনদের মেয়াদ তিন বছর ও বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করা হয়। সেই সাথে ২০১৫ সালে এনটিআরসিএর বিধিতেও সনদের মেয়াদ তিন বছর করা হয়েছে।

[৮] এদিকে নিবন্ধিত হয়ে গত কয়েক বছরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করেছেন অনেকে। কিন্তু নিয়ম অনুযায়ী সনদের মেয়াদ বা বয়স না থাকায় পাননি নিয়োগ। এতে এনটিআরসিএর বিরুদ্ধে উঠে নানা অভিযোগ। যা সঠিক নয় বলে জানায় সংস্থাটি। বৃহস্পতিবার এ  বিষয়টি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

[৯] বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কতৃপক্ষ জানায়, নতুন আইন ও নিয়ম অনুযায়ী সনদের মেয়াদ বা বয়স না থাকলে সুপারিশ করার সুযোগ নেই। শর্ত দু'টি পূরণ না হলে এ বিষয়ে আবেদনও করা যাবে না। তাই যে অভিযোগ তোলা হয়েছে তা সঠিক নয়। তবে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার পর সনদের মেয়াদ ও বয়স শেষ হলেও চাকরিতে কোনো সমস্যা হবে না বলে জানান এনটিআরসিএর সচিব।

[১০] সেই সাথে সনদের মেয়াদ ও বয়স থাকলে এনটিআরসিএ যাদের সুপারিশ করে তাদের নিয়োগ দিতে শিক্ষা প্রতিষ্ঠান বাধ্য বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান।

[১১] সেই সাথে শর্ত পূরণ হলে শিক্ষক নিয়োগে সুপারিশ করতে এনটিআরসিএ বাধ্য বলে জানায় তারা। সম্পাদনা: এম খান

এমএন/এমকে/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়