শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৪, ০৮:৫৪ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২৪, ০৮:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লন্ডন এক্সপ্রেসের ১৪ বাসে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

সুজন কৈরী: [২] রাজধানীর যাত্রাবাড়ীর ধার্মিকপাড়ায় অগ্নিকাণ্ডে লন্ডন এক্সপ্রেসের ১৪টি বাস পুড়ে যাওয়ার ঘটনায় মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত কোনো মামলা হয়নি। 

[৩] যাত্রাবাড়ী থানার ওসি বিএম ফরমান আলী বলেন, বাস পুড়ে যাওয়ার ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। মালিকপক্ষ মামলা করতে থানায় আসেননি। 

[৪] এদিকে আগুনে বাস পোড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। সংস্থার ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।

[৫] ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, সোমবার ধার্মিকপাড়ায় অগ্নি দুর্ঘটনায় লন্ডন এক্সপ্রেসের ১৪টি বাস পুড়ে যাওয়ার ঘটনা অনুসন্ধানে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। সংস্থার ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিনকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। সদস্য সচিব করা হয়েছে ডিএডি মো. শামসুজ্জোহাকে এবং সদস্য করা হয়েছে ডেমরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ওসমান গণিকে। ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

[৬] সোমবার রাত ৮টা ৫০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে ৯টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় লন্ডন এক্সপ্রেসের ১৪টি ভলভো বাস পুড়ে গেছে। সম্পাদনা: কামরুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়