শিরোনাম
◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ ইউক্রেনের সাথে আপস প্রত্যাখ্যান করেছেন পুতিন ◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:২৮ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাঁসি থেকে রেহাই পেলেও ১৫ বছর জেল বাংলাদেশির

খাদিজা আক্তার: [২] মাদকের মামলায় মালয়েশিয়ায় আপিল বিভাগের রায়ে ফাঁসির দণ্ড থেকে রেহাই পেলেও এক প্রবাসী বাংলাদেশিকে কারাদণ্ড ভোগ করতে হবে। একইসঙ্গে ১০টি বেত্রাঘাতের আদেশ দেওয়া হয়েছে। মালয়েশিয়ার সংবাদ মাধ্যম বারনামা এ তথ্য দিয়েছে।

[৩] বাংলাদেশের নাগরিক আশরাফুল আলমসহ (২৮) তিন আসামিকে এই মামলায় দেশটির হাইকোর্ট মৃত্যুদণ্ড দিয়েছিলেন। বাংলাদেশি আশরাফুল ছাড়া অন্য কারাদণ্ডপ্রাপ্তরা হলেন ভারতীয় নাগরিক আরিভাজাগান মুরুগেসানকে (৫০) ও দিনাকরন (৪৩)।

[৪] জানা গেছে, ২০১৬ সালের ১৩ আগস্ট দুপুরে মালয়েশিয়ার সেলাঙ্গরের আমপাংয়ের একটি বাড়িতে ৯ কেজি ১৭৯ দশমিক ৩ গ্রাম মেথামফেটামিন বা ক্রিস্টাল মেথ রাখার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। মালয়েশিয়ার বিপজ্জনক ড্রাগস অ্যাক্ট-১৯৫২ অনুসারে, কোনো ব্যক্তির কাছে যদি ৩০ গ্রাম বা তার বেশি মেথামফেটামিন থাকে, তবে তাকে পাচারকারী হিসেবে গণ্য করা হয়।

[৫] আদালতের রায় ঘোষণার সময় বিচারক হাদারিয়া বলেন, ‘ওই তিনজনের বিরুদ্ধে আনা অভিযোগ ত্রুটিপূর্ণ ছিল, এটিকে মাদক তৈরির মাধ্যমে পাচার বলে অভিহিত করা হয়েছিল। প্রকৃতপক্ষে এটি ওষুধ তৈরির প্রস্তুতিমূলক কাজ হওয়া উচিত ছিল।’ 

[৬] তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার ১৯৫২ সালের বিপজ্জনক ড্রাগস অ্যাক্ট সেকশন ৩৯বি (১) ধারায় অভিযোগ ছিল, যা প্রমাণ হলেই মৃত্যুদণ্ড অবধারিত।

[৭] ২০১৯ সালে হাইকোর্ট তাদের মেথামফেটামিন পাচারের জন্য দোষী সাব্যস্ত করেন। তাদের আইনজীবী আফিফুদ্দিন আহমাদ হাফিফি আদালতকে ১০ থেকে ১৫ বছরের জেলের সাজা দেওয়ার জন্য বলেছিলেন। তবে ডেপুটি পাবলিক প্রসিকিউটর সোলেহা নোরাতিকাহ ইসমাইল ওষুধের ওজন বিবেচনায় ১৮ থেকে ২০ বছরের মধ্যে কারাদণ্ডের পরামর্শ দিয়েছেন। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়