ওবায়দুল হক, আমিরাত: রাউজান সমিতি দুবাই কেন্দ্রীয় কমিটির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত মেজবান ও প্রবাসীদের মিলনমেলা গত ২২ জানুয়ারি আল জোবায়ের খোরশেদ জামানের বাগান বাড়িতে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খোরশেদ জামান। সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম উপস্থাপনায় সংগঠনের প্রধান উপদেষ্টা এবং সংগঠনের মুল উদ্যোক্তা বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রাউজান থেকে বারবার নির্বাচিত সাংসদ জনাব এবিএম ফজলে করিম চৌধুরীর টেলিফোনে সূচনা বক্তব্যের মধ্যে দিয়ে শুরু করা বিশাল আয়োজনে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের মান্যবর কনসাল জেনারেল জনাব বিএম জামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমিরাতের পরিচিত মুখ বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সভাপতি ইফতেখার হোসেন বাবুল,বৃহত্তর চট্টগ্রাম সমিতির উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য প্রকৌশলী আবু জাফর,বাংলাদেশ সমিতি দুবাইয়ের সভাপতি অধ্যাপক আব্দুস সবুর,বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের কমার্শিয়াল কনসুলার কামরুল হাসান, প্রথম সচিব শ্রম ফকির মনোয়ার, প্রকৌশলী আবু নাছের, আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জনাব সেলিম উদ্দিন, বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির সভাপতি মহিউদ্দিন মহিম, আল আইন বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা শেখ ফরিদ আহমেদ সি আই পি, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ-সভাপতি ইমরাদ হোসেন ইমু, সাধারণ সম্পাদক নাছের তালুকদার, বাংলাদেশ সমিতি সারজার সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গনি,বৃহত্তর চট্টগ্রাম সমিতি দুবাই ও উত্তর আমিরাতের সভাপতি আরশাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি নুরন্নবী রওশন, দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী সফিকুল, আবির বিজনেস কাউন্সিলের সাধারণ সম্পাদক ইয়াকুব সুনিক, সারজা আওয়ামী লীগের সভাপতি আওয়াল, রাউজান সমিতি আল আইনের আহবায়ক মোঃ ইউনুছ সিআইপি, সদস্য সচিব আইয়ুব, রাঙ্গুনীয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ, রাঙ্গুনীয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নাছির, রাউজান সমিতি আজমানের সভাপতি মোজাহের,সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ হোসেন, রাঙ্গুনীয়া প্রবাসী পরিষদের সভাপতি রফিকুল ইসলাম শিমুল সহ সংযুক্ত আরব আমিরাতের কমিউনিটি ব্যক্তিবর্গ।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা সেলিম উদ্দিন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব ওমর গনি, উপদেষ্টা জনাব নজরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ওসমান, প্রকৌশলী মোরশেদ, রিয়াজ সেলিম বাবু, নাসিম উদ্দিন আকাশ,যুগ্ম সম্পাদক আলম চৌধুরী, ওয়াহিবুল মোস্তফা, মোহাম্মদ আলী, শফিউল আলম সফু, হানিফ সিকদার, মনচুর, শাহাদাত হোসেন পলাশ, জনি, লিটনসহ আরো অনেকে।
প্রতিনিধি/জেএ
আপনার মতামত লিখুন :