শিরোনাম
◈ মোদির লাভ, পুতিনের ভরসা, জিনপিংয়ের প্রভাব—এসসিও সম্মেলনে নতুন ভূরাজনীতি ◈ প্রেমিক যুগল অপহরণচেষ্টা:, উদ্ধারে গেলে মরিচের গুঁড়া ছিটিয়ে পুলিশকে এলোপাতাড়ি কো.প ◈ ছেলে জয়কে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন শাকিব-অপু ◈ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় ইসি কর্মকর্তারা ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধেই উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ◈ ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ৩৮ হাজার কোটি টাকা লুটে নিয়েছে এস আলম! ◈ ‘২ মাসের বেশি রিলেশনে থাকি না, টেস্ট চেঞ্জ করতে ভালো লাগে’ ◈ নির্বাচনের জন্য ১০ লাখের বেশি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে ইসি ◈ এবার নিলামে বিক্রি হচ্ছে হাজার হাজার ঘনফুট সাদাপাথর ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ নির্দেশনা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪৩ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশিদের ভিসা নিয়ে যে বার্তা দিলো ইতালি

ইতালির ‘কার্টা ব্লু’ ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকাস্থ ইতালির দূতাবাস। গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে বিপুল সংখ্যক ওয়ার্ক ভিসার আবেদন পাওয়া গেছে, যেগুলোর সঙ্গে ‘নুল্লা ওস্তা’ কোড এল/এন যুক্ত ছিল। এই বিশেষ নুল্লা ওস্তা ইতালির অভিবাসন আইনের ধারা ২৭-এর আওতায় দেওয়া হয়, যা বার্ষিক ফ্লো ডিক্রির নির্ধারিত কোটার বাইরে উচ্চ যোগ্যতাসম্পন্ন কর্মীদের (কার্টা ব্লু) ইতালিতে প্রবেশের অনুমতি দেয়।

তবে দূতাবাস স্পষ্ট করেছে, এই ভিসা কেবলমাত্র উচ্চ যোগ্যতাসম্পন্ন কাজের জন্য নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের জন্য সংরক্ষিত। একটি নুল্লা ওস্তা কোড এল/এন থাকা মানেই ভিসা মঞ্জুর হবে এমন নয়। আবেদনকারীর যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং কাজের প্রকৃতি প্রমাণসাপেক্ষে যাচাই করা হবে।

এ ধরনের ভিসার জন্য বাংলাদেশ থেকে আবেদনকারীদের মধ্যে সফলতার হার খুবই সীমিত। অধিকাংশ আবেদন যথাযথ যোগ্যতার অভাবে বাতিল হওয়ায় আবেদনকারীদের সময় ও অর্থ নষ্ট হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দূতাবাস আরও সতর্ক করেছে, দালাল বা অবৈধ এজেন্টদের প্রলোভনে না পড়তে। কারণ, তারা ‘নুল্লা ওস্তা কোড এল/এন কার্টা ব্লু’ দেওয়ার আশ্বাস দিলেও, বৈধ যোগ্যতা ও অভিজ্ঞতা ছাড়া এ ভিসায় ইতালিতে প্রবেশ সম্ভব নয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়