শিরোনাম
◈ পিটার হাসের কৌশলগত ভূমিকা, এলএনজি নিয়ে নতুন সম্ভাবনার পথে বাংলাদেশ ◈ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সীমানা পুনঃনির্ধারণ, যা বললেন রুমিন ফারহানা ◈ সর্বজনীন পেনশন স্কিমে ঋণ সুবিধা চালু, শর্ত সাপেক্ষে মিলবে ৫০% পর্যন্ত ◈ মালয়েশিয়ায় ৭৮৭৩ জন কর্মী প্রেরণের বিজ্ঞপ্তি প্রকাশ, আছে যত শর্ত ◈ হোটেলে গোপন সুড়ঙ্গ, ১৪ তরুণ-তরুণী ধরা ◈ আদালতের রায়ের আগেই গোপনে দেশ ছাড়লেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ◈ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলাদেশে কখন, কোথায় দেখা যাবে ◈ পরিবর্তন আনা হয়েছে যে ৪৬ আসনের সীমানায় ◈ টেলিকম খাতে চার ধরনের লাইসেন্সে নতুন নীতিমালা অনুমোদন, সুলভে মানসম্মত সেবা নিশ্চিতের প্রত্যাশা ◈ ড. ইউনূস ও গোয়েন লুইস বৈঠক: ফেব্রুয়ারির নির্বাচনে পূর্ণ সমর্থন জাতিসংঘের

প্রকাশিত : ৩১ মে, ২০২৫, ১১:৫৫ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবুধাবিতে বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত

আবছার তৈয়বী, ইউ.এ.ই প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা মরহুম শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার আবুধাবির সেন্ড মেরিন রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুধাবি বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ও ইউএই বিএনপি কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য হাজী মোহাম্মদ আবুল বশর।

সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন ও মোহাম্মদ আরিফ উদ্দিন এর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএই বিএনপি কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব এস এম দিদারুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএই বিএনপি কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এবং নূর হোসেন সুমন, জিয়া পরিষদ কেন্দ্রীয় আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম টিপু, ইকবাল হোসেন, নজরুল ইসলাম চৌধুরী, সাগর হোসেন, সেলিম উল্লাহ, রফিকুল ইসলাম রোমান এবং মোহাম্মদ নাসির।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক ইলিয়াস ভূইয়া এবং সাংগঠনিক বক্তব্য রাখেন গাজী মোহাম্মদ সেলিম, আবুল হোসেন, জালাল উদ্দিন এবং মাওলানা জাহাঙ্গীর আলম প্রমুখ। সভায় নুরুল হক এবং সাগর মোল্লা মাজেদ, ইব্রাহিম এবং মনির মোল্লাসহ আবুধাবি সেচ্ছাসেবক দল, যুবদল ও সংগঠনের অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতির বক্তব্যে দেশের গনতন্ত্রের পুনরুদ্ধারে অন্তবর্তীকালীন সরকারের কাছে ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠ ও সুন্দর নির্বাচনের দাবি জানানোর পাশাপাশিট বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় প্রবাসীদের স্থানীয় আইন কানুন মেনে চলার পরামর্শ দেন।

পরিশেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির কল্যানে দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়